রক্তশূন্যতার কারণ কি?
রক্তশূন্যতা হলো মূলত রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া। বিভিন্ন কারণে রক্তশূন্যতা ঘটতে পারে। অত্যাধিক রক্তপাত ঘটা, কৃমির আক্রমণ, লৌহ গঠিত খাদ্য উপাদান শরীরে যথাযথভাবে শোষিত না হওয়া, বাড়ন্ত শিশু বা গর্ভবতী নারীদের খাদ্যে লৌহের পরিমাণ কম থাকা, অন্ত্রে সংক্রমণ ঘটা, কম বয়সী শিশুদের খাদ্যে পর্যাপ্ত পরিমাণ লৌহের অভাব হওয়া ইত্যাদি কারণে রক্তশূন্যতা হতে পারে।