Similar Posts
মেন্ডেলের ফ্যাক্টর কি? ব্যাখ্যা কর।
মেন্ডেলের ফ্যাক্টর কি? ব্যাখ্যা কর। গ্রেগর জোহান মেন্ডেল ১৮৬৬ সালে মটরশুঁটি নিয়ে গবেষণাকালে বংশগতির ধারক ও বাহকরূপে ফ্যাক্টরের কথা উল্লেখ করে ছিলেন। এই ফ্যাক্টর হলো জিন যা জীবের সব দৃশ্যমান ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। মেন্ডেল একে ফ্যাক্টর বললেও পরবর্তীতে তা জিন রূপে পরিচিতি হয়েছে।
স্ক্রোটাম বা অন্ডথলি কাকে বলে?
স্ক্রোটাম বা অন্ডথলি কাকে বলে? দুই উরুর মাঝখানে অবস্থিত ঝুলে থাকা ত্বকে আবৃত থলি বিশেষ স্ক্রোটাম বা অন্ডথলি। ত্বকের নিচে পাঁচ ধরনের পেশিস্তর থাকে। সবকটি স্তর মিলিত হয়ে যে ব্যবধায়ক নির্মাণ করে তা স্ক্রোটামের গহ্বরকে দুই ভাগে ভাগ করে থাকে। একটি করে শুক্রাশয়, এপিডাইমিস এবং শুক্রাণুর কিছু অংশ ধারণ করে প্রতিটি ভাগ। অন্ডথলি প্রধান কাজ…
পেরিস্টালসিস কি?
পেরিস্টালসিস কি? পাকস্থলীর ছন্দবদ্ধ আন্দোলন বা ঢেউকে পেরিস্টালসিস বলে। এই ঢেউ ফান্ডাসের দিক থেকে পাইলোরিক দিকে শেষ হয়।
ব্যাসিলাস কাকে বলে?
ব্যাসিলাস কাকে বলে? ব্যাসিলাস হলো লম্বা দণ্ডের ন্যায় এক ধরনের ব্যাকটেরিয়া। এরা মানবদেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। ধনুষ্টংকার, রক্তামাশয় ইত্যাদি রোগ ব্যাসিলাস দ্বারা সৃষ্টি হয়।
সিস্টোলিথ কি?
সিস্টোলিথ কি? সিস্টোলিথ হলো একটি স্পিন্ডল আকৃতির দেহ যা অনুভূত স্তরযুক্ত প্যাকেটিন এবং অন্যান্য কোষের প্রাচীরের পলিস্যাকারাইডগুলির সাথে যুক্ত সেলুলোজ মাইক্রোফাইব্রিলগুলির ঘন স্তরগুলির সমন্বয়ে গঠিত। যখন পরিপক্ক এর সময় হয় তখন এটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ভারীভাবে জন্মানো হয়।
এনজাইমের কাজ কি?
এনজাইমের কাজ কি? নিচে এনজাইমের কাজগুলো দেওয়া হলো- জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্য উপাদানকে বিশ্লেষিত করে শোষণযোগ্য এবং দ্রবণীয় সরল খাদ্যে পরিণত করা। আমিষকে ভেঙ্গে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড তৈরি করা। খাদ্য বস্তুকে গলাধঃকরণে টায়ালিন অ্যামাইলেজ নামক এনজাইম ব্যবহৃত হয়।