Similar Posts
স্থায়ী টিস্যু কাকে বলে?
স্থায়ী টিস্যু কাকে বলে? ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে।
নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস এর গঠন ও কাজ।
আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোষের নিউক্লিয়াস কি । আজকে আমরা জানবো কোষে নিউক্লিয়াস এর ভূমিকা কি? এর গঠন, কাজ ইত্যাদি। সুতরাং কোষের নিউক্লিয়াস কি এবং এর যাবতীয় প্রশ্নের ভান্ডার এবং উত্তর নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ। নিউক্লিয়াস কি? ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজমীয় বস্তুতে পর্দা দিয়ে ঘেরা, ক্রোমাটিন বস্তু দিয়ে পূর্ন যে গোলাকার অঙ্গানু থাকে তাকে…
কব্জা সন্ধি কাকে বলে?
কব্জা সন্ধি কাকে বলে? কব্জা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে, সেরূপ কব্জার মতো সন্ধিকে কব্জা সন্ধি বলে। যেমন- হাতের কনুই, জানু এবং আঙুলগুলোতে এ ধরনের সন্ধি দেখা যায়। এসব সন্ধি কেবল মাত্র একদিকে নাড়ানো যায়।
টিউবার কি?
টিউবার কি? যে ভূ-নিম্নস্থ রূপান্তরিত কাণ্ডে পর্ব, পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে তাকে টিউবার বা স্ফীত কন্দ বলে।
ইমালসিফিকেশন কাকে বলে?
ইমালসিফিকেশন কাকে বলে? পিত্তরসে অবস্থিত পিত্ত লবণ সোডিয়াম গ্লাইকোকোলেট ও সোডিয়াম টাউরোকোলেটের প্রভাবে চর্বির কণাগুলো ভেঙ্গে সাবানের ফেনার মতো ক্ষুদ্র দানায় পরিণত হয়। এ প্রক্রিয়াকে ইমালসিফিকেশন বলে। যে প্রক্রিয়ায় পিত্তলবণ ফ্যাট কণাকে অবদ্রবে পরিণত করে তাকে ইমালসিফিকেশন বলে। তেল ও পানির মিশ্রণ (চলমান) প্রক্রিয়াকে ইমালসিফিকেশন বলে।
পানিকে ‘ফ্লুইড অফ লাইফ’ বলার কারণ
পানিকে ‘ফ্লুইড অফ লাইফ’ বলার কারণ আমরা জানি, প্রোটোপ্লাজম জীবদেহের ভৌত ভিত্তি। এই প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি। পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মারা যেতে পারে। তাই প্রোটোপ্লাজম তথা জীবের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। এ কারণেই পানিকে ‘ফ্লুইড অফ লাইফ’ বলা হয়।