কাইম কি?
কাইম কি?
পাকস্থলির অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে মন্ডে পরিণত খাদ্য মিশ্রই হলো কাইম বা পাকমন্ড।
পাকস্থলির অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে মন্ডে পরিণত খাদ্য মিশ্রই হলো কাইম বা পাকমন্ড।
টিমপেনিক পর্দা বা কর্ণপটহ বহিঃঅডিটরি মিটাসের শেষ প্রান্তে এবং মধ্যকর্ণের মুখে আড়াআড়িভাবে অবিস্থিত, ডিম্বাকার, স্থিতিস্থাপক পর্দাকে টিমপেনিক পর্দা বলে। এর বাইরের দিক অবতল, ভেতরের দিক উত্তল। এর সাথে মধ্যকর্ণের ম্যালিয়াস অস্থি যুক্ত থাকে। কাজ বহিঃকর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক করে রাখে। শব্দতরঙ্গ কেঁপে ওঠে এবং শব্দতরঙ্গকে সমতলে মধ্যকর্ণ পরিবাহিত করে।
খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়? জীবদেহের স্বাভাবিক পুষ্টি, বৃদ্ধি এবং অন্যন্য জৈবিক কার্য সুষ্ঠভাবে সম্পাদনসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয়, স্বল্প পরিমাণে খাদ্যে উপস্থিত জৈব-রাসায়নিক পদার্থ হলো খাদ্যপ্রাণ। খাদ্যপ্রাণ এক প্রকার জৈব অনুঘটক। এটি জীবদেহে কোনো শক্তি উৎপন্ন করে না। সাধারণত খাদ্যপ্রাণ উদ্ভিদদেহে সংশ্লেষিত হয়। এটি বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো-এনজাইম হিসেবে কাজ করে।
ক্লোরোসিস কাকে বলে? উদ্ভিদে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, লৌহ ইত্যাদি পুষ্টি উপাদানের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে উদ্ভিদের পাতাগুলো হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই ক্লোরোসিস বলা হয়।
ব্লাস্টোসিস্ট কি? গঠনন্মুখ ভ্রূণের ডিম্বনালি থেকে জরায়ুতে পৌঁছানোর পর্যায়ই হলো ব্লাস্টোসিস্ট, যা কোষ বিভাজনের ব্লাস্টুলা পর্যায়ে অনুষ্ঠিত হয়।
মাইটোসিস কোথায় ঘটে? প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন: কাণ্ড, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়া ঘটে।
চোখের চাপ কাকে বলে? চোখের ভেতরে বেশিরভাগ অংশই তরলজাতীয় পদার্থে ভর্তি থাকে। এ তরল পদার্থ চোখের ভেতরে যে চাপ সৃষ্টি করে তাকে চোখের চাপ বলে।