তাকদিরের প্রতি বিশ্বাস বলতে আল্লাহ তায়ালাকে তকদির অর্থাৎ ভাগ্যের নিয়ন্ত্রণকারী হিসেবে বিশ্বাস করাকে বোঝায়। তকদির অর্থ ভাগ্য বা নিয়তি। আল্লাহ তায়ালা সবকিছুর তকদির বা ভাগ্যের নিয়ন্ত্রক। ভালো-মন্দ যাই ঘটুক, সবই আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। এ বিষয়ে আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। এ বিষয়ে বিশ্বাস করাকেই ইসলামি শরিয়তে তকদিরের প্রতি বিশ্বাস বলা হয়।