ঈদুল ফিতরের দিন ঈদের সালাতের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে সাওমের ত্রুটি-বিচ্যুতি সংশোধন ও আল্লাহর সুন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরিব-দুঃখীদের সহযোগিতার জন্য যে নির্দিষ্ট পরিমাণ অর্থ-সম্পদ দান করা হয়, তাকে সাদাকাতুল ফিতর বলে।
পবিত্র রমযান মাসে মুসলমানরা রোযা পালন করেন। এটি পালনে অনেক সময় কিছু ত্রুটি-বিচ্যুতি হয়। এসব ত্রুটি সংশোধনের জন্য ঈদুল ফিতরের দিন যে সাদকা দিতে হয় তা সাদাকাতুল ফিতর হিসেবে পরিচিত। নিসাব পরিমাণ সম্পদের মালিক প্রত্যেক স্বাধীন মুসলিম নর-নারীর ওপর এটি আদায় করা ওয়াজিব। শিশু ও পরাধীন ব্যক্তির সাদকা তাদের অভিভাবক আদায় করবে।