নির্ধারিত স্থানে ওয়াকফ করতে হয় কেন?
অর্থ ঠিক রাখার জন্য কুরআন মজিদ সঠিকভাবে তিলাওয়াত করতে নির্ধারিত স্থানে ওয়াকফ করতে হয়।
আল-কুরআন তিলাওয়াতে ওয়াকফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াকফ ঠিক মতো আদায় না করলে অর্থের পরিবর্তন ঘটে। ফলে অনেক গুনাহ হয়। কেননা আমরা বেশি সময় নিশ্বাস ধরে রাখতে পারি না। কিছুক্ষণ পরপর আমাদের শ্বাস নিতে হয়। তিলাওয়াতের সময়ও এক নিঃশ্বাসে তিলাওয়াত করা সম্ভব নয়। এ জন্য আয়াতের মধ্যে থামতে হয় বা ওয়াকফ করতে হয়।