বেরিবেরি, রিকেট ও ডেঙ্গুজ্বর কি?

বেরিবেরি কি? (What is Beriberi in Bengali/Bangla?)

বেরিবেরি হচ্ছে ভিটামিন বি১ এর অভাবজনিত একটি রোগ। দেহে ভিটামিন বি১ বা থায়ামিনের অভাব হলে এ রোগ দেখা দেয়।

বেরিবেরি রোগের লক্ষণ :

১. প্রথম দিকে স্নায়ুবিক দুর্বলতা; ২. মানসিক ক্লান্তি; ৩. অবসাদ; ৪. খাওয়ার অরুচি ইত্যাদি দেখা যায়। রোগ নিরাময়ের ব্যবস্থা না নিলে পায়ে পানি আসে, পা অবশ হয়ে যায় এবং স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। হৃৎপিণ্ডে পানি আসে এতে হৃৎপিণ্ড বেড়ে যায়, তখন শ্বাসকষ্ট হয়। বেরিবেরি মারাত্মক হলে এসব লক্ষণ প্রকাশ পায়।

বেরিবেরি রোগের প্রতিকার : ভিটামিন বি জাতীয় খাদ্য খাওয়া।

 

 

রিকেট কি? (What is Rickets in Bengali/Bangla?)

রিকেট হলো শিশুদের হাড়ের রোগ। দেহে ভিটামিন ‘ডি’ এর অভাব হলে এ রোগ দেখা দেয়।

রিকেট রোগের লক্ষণ :

১. হাড় নরম ও বিকৃত হওয়া বা বেঁকে যাওয়া;

২. পেট ফুলে যাওয়া;

৩. অস্থিরতা, ফ্যাকাসে হওয়া;

৪. মাথা ঘামা;

৫. শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া;

৬. নির্দিষ্ট সময়ে শিশু বসতে, হাঁটতে না শেখা এবং সময় মতো দাঁত না ওঠা;

৭. পাঁজর বিকৃতি হওয়া।

রিকেট রোগের প্রতিকার :

১. শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো;

২. ভিটামিন ‘ডি’ যুক্ত খাবার খেতে দেয়া;

৩. প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শিশুকে রোদে রাখা;

৪. ডাক্তারের পরামর্শ অনুযায়ী রিকেট আক্রান্ত শিশুদের নিয়মিত ভিটামিন ‘ডি’ ও ক্যালসিয়াম দেয়া।

রিকেট রোগের ঝুঁকি :

রিকেট হলে বিকৃত পাঁজরের জন্য ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কন্যা শিশুর অস্তিকোটরে অস্থি বিকৃতি ঘটে। এতে ভবিষ্যত গর্ভধারণে ও সন্তান প্রসবে অসুবিধা হতে পারে। মায়ের দুধ ছাড়াবার পর দৈহিক বর্ধনের সময় এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

ডেঙ্গুজ্বর কি? (What is Dengue Fever in Bengali/Bangla?)

ডেঙ্গুজ্বর একটি ভাইরাসজনিত রোগ। ফ্লাভি ভাইরাস দ্বারা এ রোগ হয়। এই ভাইরাস মানুষের শরীরে নিজে নিজে প্রবেশ করতে পারে না। সেজন্য প্রয়োজন একটি বাহক। এডিস এজিপটি নামক এক ধরনের মশা এ রোগের বাহক।

ডেঙ্গুজ্বরের লক্ষণ :

১. ডেঙ্গুজ্বর হলে রোগী ভীষণ শীত অনুভব করে।

২. সমস্ত শরীর, মাথা, চোখ ও কোমরে প্রচণ্ড ব্যথা হয়।

৩. শরীরের ব্যথা ভীষণ তীব্র হয় বলে আগের দিনে একে হাড়ভাঙা জ্বর নাম অভিহত করা হতো।

৪. বমি বমি ভাব দেখা দেয়।

৫. চামড়ার নিচে রক্তক্ষরণ হতে পারে।

৬. আঙ্গুল, ঠোঁট, মাড়ি কালো ও রক্তজমাট বাঁধতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *