Similar Posts
রক্ত কি ও রক্তের উপাদান কি? রক্তের কাজ
রক্ত কি রক্ত কি এই বিষয়ে বলতে আমরা পারি, রক্ত হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী এক বিশেষ ধরনের তরল যোজক কলা যার সাহায্যে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি, ভিটামিন,ইলেক্ট্রোলাইট, অক্সিজেন,হরমোন,অ্যান্টিবডি ইত্যাদি বহন করে নিয়ে যায় এবং কার্বন-ডাই-অক্সাইড ও বর্জ্য পদার্থ দেহ হতে বের করে দেয়। এটি লাল রঙের তরল যোজক কলা / টিস্যু । অজৈব…
নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন?
নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন? নিউক্লিয়াস কোষের প্রধান অংশ। প্রতিটি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। সেজন্য নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়।
জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের প্রকারভেদ | জীববৈচিত্র্যের গুরুত্ব | জীববৈচিত্র্যের অবনতির কারণ
জীববৈচিত্র্য কাকে বলে? ইংরেজি পরিভাষায় জীববৈচিত্র্যকে বায়োডাইভারসিটি বলা হয়। 1980 সালে ইংরেজি বায়োডাইভারসিটি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয়। পৃথিবী পৃষ্ঠের জল ও স্থলভাগে বসবাসকারী সকল প্রকার জীবের মধ্যে বিরাজমান জীনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বিভিন্নতা ও সংখ্যা প্রাচুর্যতা রয়েছে এবং কালের ক্রমধারায় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের বৈচিত্র্যময় অবস্থার পরিবর্তন ও বিকাশ ঘটানোকে বলা হয় জীববৈচিত্র্য।…
NADPH2 বলতে কী বোঝায়?
NADPH2 বলতে কী বোঝায়? বিজারিত Nicotinamide Adenine Dinucleotide Phosphate কে সংক্ষেপে NADPH2 বলা হয়। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে NADP বিজারিত হয়ে NADPH2 তৈরি হয়। একে আত্তীকরণ শক্তিও বলা হয়ে থাকে। কারণ CO2 আত্তীকরণের মাধ্যমে শর্করা তৈরির সময় এর শক্তি ব্যবহৃত হয়।
পরিপূরক জিন কাকে বলে?
পরিপূরক জিন কাকে বলে? ক্রোমোসোমের ভিন্ন লোকাসের দুটি প্রকট জিন একত্রে উপস্থিত থেকে যখন পরস্পরের পরিপূরক হিসেবে একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তখন জিন দুটিকে পরিপূরক জিন এবং তাদের পারস্পরিক ক্রিয়াকে জিনের পরিপূরক ক্রিয়া বলে।
প্রকরণ চলন কাকে বলে?
প্রকরণ চলন কাকে বলে? রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গে যে স্বতঃস্ফূর্ত বক্র চলন দেখা যায় তাকে প্রকরণ চলন বলে। বনচাঁড়াল এর পাতার পার্শ্বীয় পত্রক দুটি স্বতঃস্ফূর্তভাবে পর্যায়ক্রমে উপর নিচে ওঠা-নামা করে। এটি এক প্রকারের রসস্ফীতি জনিত চলন যা কেবলমাত্র দিনের বেলাতেই ঘটে।