শর্করার শ্রেণিভাগ
- এক শর্করা, উদাহরণ-গ্লুকোজ।
- দ্বি-শর্করা, উদাহরণ – সুক্রোজ এবং
- বহু শর্করা, উদাহরণ – শ্বেতসার, গ্লাইকোজেন ইত্যাদি।
প্রকট বৈশিষ্ট্য কাকে বলে? কোনো হেটারোজাইগাস জীবে বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জিনের মধ্যে যে জিনটির বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশ পায় তাকে প্রকট জিন এবং উক্ত জিনের বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলে। যেমন – Tt জিনোটাইপ বিশিষ্ট হেটারোজাইগাস মটরশুঁটি উদ্ভিদের T জিন এবং এর দ্বারা প্রকাশিত ‘লম্বা’ বৈশিষ্ট্য প্রকট।
কোষ কাকে বলে? জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ।
আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোষের নিউক্লিয়াস কি । আজকে আমরা জানবো কোষে নিউক্লিয়াস এর ভূমিকা কি? এর গঠন, কাজ ইত্যাদি। সুতরাং কোষের নিউক্লিয়াস কি এবং এর যাবতীয় প্রশ্নের ভান্ডার এবং উত্তর নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ। নিউক্লিয়াস কি? ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজমীয় বস্তুতে পর্দা দিয়ে ঘেরা, ক্রোমাটিন বস্তু দিয়ে পূর্ন যে গোলাকার অঙ্গানু থাকে তাকে…
সুষম খাদ্যের তিনটি বৈশিষ্ট্য একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামথ্য থাকতে হবে। শর্করা, আমিষ এবং চর্বি নির্দিষ্ট অনুপাতে পরিমাণ মতো গ্রহণ করতে হবে। খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও রাফেজ বা সেলুলোজের (ফাইবার) সরবরাহ থাকবে।
থাইরয়েড সমস্যা কি? থাইরয়েড হরমোনের ঘাটতি জনিত সমস্যাই হলো- থাইরয়েড সমস্যা। এ সমস্যার ফলে শিশুদের মানসিক বিকাশ বাধা পায়, চামড়া খসখসে ও চেহারা গোলাকার হয়ে যায়। গলগণ্ড ও একধরনের থাইরয়ের সমস্যা। আয়োডিনযুক্ত লবণ খাওয়া, সামুদ্রিক মাছ খাওয়া ইত্যাদির মাধ্যমে এ সমস্যা হতে পরিত্রাণ পাওয়া যায়।
শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যায় কেন? প্রধানত মূল দ্বারা তার প্রয়োজনীয় পানি শোষণ করে এবং প্রয়োজনের অতিরিক্ত পানি পাতার স্টোমাটা ও কাণ্ডের লেন্টিসেল দ্বারা প্রস্বেদন প্রক্রিয়ায় বের করে দেয়। কিন্তু প্রস্বেদন বেশি হলে উদ্ভিদে প্রয়োজনীয় পানি ও খনিজের ঘাটতি দেখা দেবে। প্রস্বেদনের অতিরিক্ত হার এর ক্ষতিকর প্রভাব এড়ানোর জন্যই শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যায়।