Similar Posts
খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়?
খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়? জীবদেহের স্বাভাবিক পুষ্টি, বৃদ্ধি এবং অন্যন্য জৈবিক কার্য সুষ্ঠভাবে সম্পাদনসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয়, স্বল্প পরিমাণে খাদ্যে উপস্থিত জৈব-রাসায়নিক পদার্থ হলো খাদ্যপ্রাণ। খাদ্যপ্রাণ এক প্রকার জৈব অনুঘটক। এটি জীবদেহে কোনো শক্তি উৎপন্ন করে না। সাধারণত খাদ্যপ্রাণ উদ্ভিদদেহে সংশ্লেষিত হয়। এটি বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো-এনজাইম হিসেবে কাজ করে।
ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থের নাম
ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থের নাম ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থের কিছু পদার্থের নাম নিম্নরূপ- ন্যাপথালিন আয়োডিন কর্পূর নিশাদল (NH4Cl) কঠিন CO2 ইত্যাদি।
নিউমোনিয়ার জীবাণুর নাম কি?
নিউমোনিয়ার জীবাণুর নাম কি? নিউমোনিয়ার জীবাণুর নাম- নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়া।
অপুষ্পক উদ্ভিদ কাকে বলে?
অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এদের অপুষ্পক উদ্ভিদ বলে। এদের অনেকের দেহকে মূল, কাণ্ড বা পাতায় বিভক্ত করা যায় না। এরা সমাঙ্গ দেহী উদ্ভিদ। যথা: স্পাইরোগাইরা। Also Read: সপুষ্পক উদ্ভিদ কাকে বলে?
ব্রংকাইটিসে করণীয়
ব্রংকাইটিসে করণীয় পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলামেলা স্বাস্থ্যকর পরিবেশে বাস করতে হবে। তাকে সহনীয় উষ্ণতা ও শুষ্ক পরিবেশে থাকতে হবে। ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশে কাজ করা থেকে বিরত থাকতে হবে। তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুষ্টিকর তরল ও গরম খাবার খেতে হবে। যেমন- গরম দুধ, স্যুপ ইত্যাদি। ধূমপান, তামাক ইত্যাদি খাওয়া বন্ধ করতে হবে। ঠাণ্ডা যাতে…
গলগণ্ড কী?
গলগণ্ড কী? আয়োডিনের অভাবে সৃষ্ট থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি সংক্রান্ত একটি রোগই হলো গলগণ্ড।