Modal Ad Example
জীববিজ্ঞান

ধমনি ও শিরার মধ্যে পার্থক্য

1 min read

ধমনি ও শিরার মধ্যে পার্থক্য

নং   ধমনি  শিরা
 ১ হৃদপিন্ডে উৎপন্ন হয়ে দেহের কৈশিকনালিতে সমাপ্ত হয়। কৈশিকনালি থেকে উৎপন্ন হয়ে হৃদপিন্ডে সমাপ্ত হয়।
 ২ হৃদপিন্ড থেকে দেহের দিকে পরিবহন করে। দেহ থেকে হৃৎপিন্ডে দিকে রক্ত পরিবহন করে।
 ৩  পালমোনারি ধমনি ছাড়া অন্য ধমনিগুলো Oসমৃদ্ধ রক্ত পরিবহন করে। রক্ত উজ্জল লাল বর্ণের। পালমোনারি শিরা ছাড়া অন্য শিরাগুলো CO2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে। রক্ত কালচে বর্ণের।
 ৪  প্রাচীর বেশ পুরু ও স্থিতিস্থাপক। প্রাচীর কম পুরু ও অস্থিতিস্থাপক।
5/5 - (11 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x