বৃক্কে ছোট আকারের পাথর সৃষ্টিই বৃক্কের পাথর হিসেবে পরিচিত। অতিরিক্ত শারীরিক ওজন, বৃক্কে সংক্রমণ রোগ, কম পানি পান করা এবং অতিরিক্ত আমিষ গ্রহণ করার কারণে বৃক্কে পাথর হয়ে থাকে। বৃক্কে পাথর হলে কোমরের পিছনে ব্যথা অনুভূত হয়।
লিউকোমিয়া কি? রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াই লিউকোমিয়া।
অ্যালভিওলাস কি? অ্যালভিওলাস হলো ফুসফুসে অবস্থিত অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ।
গলজি বস্তু কাকে বলে? সাইটোপ্লাজমে অবস্থিত কতকগুলো ঘনসন্নিবিষ্ট চওড়া সিস্টারনি, থলির মতো ভ্যাকুওল এবং ক্ষুদ্র ভেসিকল-এর সমন্বয়ে গঠিত জটিল অঙ্গাণুর নাম গলজি বস্তু। ইতালিয় স্নায়ুবিজ্ঞানী ক্যামিলো গলজি ১৮৯৮ খ্রিস্টাব্দে পেঁচা ও বিড়ালের মস্তিষ্কের কোষে গলজি বস্তু আবিষ্কার করেন এবং বিশদ বর্ণনা দেন। তাঁর নামানুসারে এটি “গলজি বস্তু” নামকরণ করা হয়। গলজি বস্তু বিভিন্ন নামে পরিচিত,…
অ্যানজিনা কি? হৃৎপিণ্ডের করোনারি ধমনিতে রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বুকে ব্যথা অনুভূত হওয়ার অবস্থাই হলো অ্যানজিনা।
দেহকোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য হলো- ১। দেহ গঠনে দেহকোষ অংশ গ্রহণ করে। অপরদিকে, জনন কাজে জনন কোষ অংশ গ্রহণ করে। ২। মাইটোসিস পদ্ধতিতে দেহকোষ বিভাজিত হয়। অপরদিকে, মিয়োসিস পদ্ধতিতে জননকোষের উৎপত্তি হয়। ৩। দেহকোষের মধ্যে মিলন ঘটে না। অপরদিকে, পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে জাইগোট তৈরি করে।
ডিফসফোরাইলেশন কী? যে প্রক্রিয়ায় ফসফেট যুক্ত যৌগ (AMP, ADP, ATP) থেকে ফসফেট মুক্ত হয়, তাই ডিফসফোরাইলেশন।