আত্মীকরণকে গঠনমূলক প্রক্রিয়া বলা হয় কেন?

আত্মীকরণকে গঠনমূলক প্রক্রিয়া বলা হয় কেন?

শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতি হলো আত্মীকরণ। কোষের প্রোটোপ্লাজম নিঃসৃত এনজাইমের সহায়তায় অ্যামাইনো এসিড, গ্লুকোজ, ফ্যাটি এসিড এবং গ্লিসারল, আমিষ, স্নেহ ও শর্করা তৈরি হয়। ফলে কোষের ক্ষয়পূরণ, গঠন এবং দেহের বৃদ্ধি ঘটে। তাই আত্তীকরণকে গঠনমূলক বা উপচিতি প্রক্রিয়া বলা হয়।

Similar Posts