বিভিন্ন কারণে ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ধূমপান, আয়নীয় বিকিরণ, ফুসফুসের পুরনো ক্ষত, দীর্ঘকাল স্থায়ী ফুসফুসীয় প্রতিবন্ধকতামূলক রোগ ইত্যাদি। তাছাড়াও তেজষ্ক্রিয় আকরিক উত্তোলনকারী, নিকেল শোধনকারী এবং ক্রোমেট ও কোলগ্যাস উৎপাদনে নিয়োজিত শ্রমিকরা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে।
রেডিয়েশন বা তেজষ্ক্রিয়তা প্রয়োগের মাধ্যমে কোন রোগ নিরাময়কে বলা হয় রেডিয়েশন থেরাপি। ক্যান্সার আক্রান্ত ফুসফুসে একটি নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় ধরে রেডিয়েশন প্রয়োগ করলে একসময় ক্যান্সার আক্রান্ত কোষগুলো ধ্বংস হয়। এতে ক্যান্সার আক্রান্ত ফুসফুস ধীরে ধীরে সুস্থ্য ও স্বাভাবিক হয়ে ওঠে। এ কারণেই ফুসফুস ক্যান্সার প্রতিকারে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয়।