Similar Posts
গ্যাসীয় বিনিময় কাকে বলে?
গ্যাসীয় বিনিময় কাকে বলে? জীবদেহে গ্যাসীয় আদান-প্রদান ঘটে থাকে, যাকে বলা হয় গ্যাসীয় বিনিময়। সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে CO2 গ্রহণ করে এবং O2 ত্যাগ করে। এ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় CO2 গ্রহণ এবং O2 ত্যাগ এক ধরনের গ্যাসীয় বিনিময়। আবার উদ্ভিদ এবং প্রাণী শ্বসন প্রক্রিয়ার সময় O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে যা প্রকৃতপক্ষে আরেক ধরনের গ্যাসীয় বিনিময়।
নিউরন বিভাজিত হয় না কেন?
নিউরন বিভাজিত হয় না কেন? নিউরন কোষের সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলজিদ্রব্য, রাইবোসোম, আন্তঃপ্লাজমীয় নালিকা থাকলেও এতে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। তাই নিউরন বিভাজিত হয় না।
ছোঁয়াচে রোগ কাকে বলে?
ছোঁয়াচে রোগ কাকে বলে? যে রোগের সংস্পর্শে নিরোগ প্রাণী ও উদ্ভিদ রোগে আক্রান্ত হয় সে রোগকে ছোঁয়াচে রোগ বলে।
অ্যাক্সিমিক্সিস কি?
অ্যাক্সিমিক্সিস কি? শুক্রাণু ও ডিম্বাণুর প্রো-নিউক্লিয়াসের মিলনকে অ্যাক্সিমিক্সিস বলে।
জাতিজনি শ্রেণিবিন্যাস কাকে বলে?
জাতিজনি শ্রেণিবিন্যাস কাকে বলে? যে শ্রেণিবিন্যাসে উদ্ভিদের উৎপত্তি ও বিবর্তন বিষয়কে বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে আদি থেকে আধুনিক ক্রমধারায় সাজানো হয়, তাকে জাতিজনি শ্রেণিবিন্যাস বলে। এ ধরনের শ্রেণিবিন্যাস তুলনামূলকভাবে অধিকতর যৌক্তিক কিন্তু সর্বদা ব্যবহার উপযোগী নাও হতে পারে। যেমন- এঙ্গলার ও প্রান্টল, হাচিনসন, বেসি, ক্রনকুইস্ট, তাখতাজানের শ্রেণিবিন্যাস পদ্ধতি। সকল জাতিজনি শ্রেণিবিন্যাস একধরনের প্রাকৃতিক শ্রেণিবিন্যাস পদ্ধতি, কিন্তু…
মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়?
মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গাণু। এতে ATP Synthases বা অক্সিজোমে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কো-এনজাইম থাকে। এ কারণে শ্বসনের ক্রেবস চক্র, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি ও ইলেকট্রন প্রবাহ এর মতো গুরুত্বপূর্ণ পর্যায়গুলো এ অঙ্গাণুতে সম্পন্ন হয়। শক্তি উৎপন্নকারী প্রক্রিয়া শ্বসন সম্পন্ন করে বলে একে কোষের শক্তিঘর বলা হয়।