দ্বিপদ নামকরণ কি বা দ্বিপদ নামকরণ কাকে বলে?

দ্বিপদ নামকরণ কাকে বলে?

গণ ও প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণই হলো দ্বিপদ নামকরণ। এই নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়।

বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত লিনিয়ান হায়ারর্কির সর্বনিম্ন দুটি ধাপ। অর্থাৎ গণ বা জেনাস এবং প্রজাতি বা স্পিসিস এই দুটি পদ ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে কোনো জীবের নির্দিষ্ট নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বা Binomial Nomenclature বলে।

যেমনঃ ধানের দ্বিপদ নামকরণ হলো Oryza sativa, এখানে Oryza হল গণ এবং sativa হলো প্রজাতিক নাম।