Similar Posts
ধমনি কি?
ধমনি কি? যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হয় সেগুলোই হলো ধমনি।
ডায়াপোজ কাকে বলে?
ডায়াপোজ কাকে বলে? নিষিক্ত হবার পর ডিমের মধ্যে তাদের পরিস্ফূরণ চলতে থাকে। প্রথম অবস্থায় প্রায় তিন সপ্তাহ পরিস্ফূরণ চলে। অতঃপর প্রতিকূল আবহাওয়ার (শীতকালে) কারণে পরিস্ফূরণ বন্ধ থাকে। এ অবস্থাকে ডায়াপোজ বলে।
সংলগ্নতা কি?
সংলগ্নতা কি? কোনো বস্তুর সঙ্গে পানির অণু লেগে থাকার প্রবণতাই হলো সংলগ্নতা।
প্রতিবর্তী ক্রিয়া কি?
প্রতিবর্তী ক্রিয়া কী? যে সব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুষ্মা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই প্রতিবর্তী ক্রিয়া।
খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য শৃঙ্খলের বর্ণনা
খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য সবুজ উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন খাদক স্তরের (প্রাণি) মধ্য দিয়ে অতিক্রম করে শেষে অজৈব বস্তুতে পরিণত হয় এবং পুনরায় সুবজ উদ্ভিদ কর্তৃক খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। এমনিভাবে খাদ্যের উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত খাদ্য ও খাদকের যে সরল ধারাবাহিকতা দেখা যায়, তাকে খাদ্য শৃঙ্খল (Food Chain) বলে। খাদ্য শৃঙ্খলের…
পিটুইটারিকে গ্রন্থিরাজ বলা হয় কেন?
পিটুইটারিকে গ্রন্থিরাজ বলা হয়। কারণ, একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন যেমন সংখ্যায় বেশি, অপরদিকে অন্যান্য গ্রন্থির ওপর এ হরমোনের প্রভাবও বেশি। দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ গ্রন্থি থেকে অতি গুরুত্বপূর্ণ গোনাডোট্রপিক, এডরোনোকর্টিকোট্রপিন, থাইরোট্রপিন, প্রোল্যাকটিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয় বলে একে গ্রন্থিরাজ বলে।