মস্তিষ্কের মধ্যে সেরিব্রাম সবচেয়ে বড় অংশ। এটি প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র। দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ ও অনুভূতির কেন্দ্র হলো সেরিব্রাম। এটি মানুষের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। কোনো উদ্দীপকের প্রতি কি ধরনের সাড়া দিতে হবে এ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে সেরিব্রাম।