Similar Posts
জটিল টিস্যু কী?
জটিল টিস্যু কী? বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয় তাই জটিল টিস্যু।
উচ্চ মানের আমিষ কাকে বলে?
উচ্চ মানের আমিষ কাকে বলে? বিভিন্ন ধরনের প্রাণিজ আমিষ যেমন- মাছ, মাংস, ডিম, পনির, ছানা, যকৃত ইত্যাদি উচ্চমানের আমিষ জাতীয় খাদ্য। এসব খাদ্যে দেহের প্রয়োজনীয় সংখ্যক অ্যামাইনো এসিড পাওয়া যায় যার সবকয়টা উদ্ভিজ্জ আমিষে থাকে না। তাই প্রাণিজ আমিষের জৈবমূল্য অনেক বেশি। সে জন্য প্রাণিজ আমিষকে উচ্চ মানের আমিষ বলে।
প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন?
প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন? প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি (৯৯%) বাষ্পাকারে বের করে দেয়। এ পানি উদ্ভিদদেহে নানা ক্ষতিসাধন করতে পারে। আবার প্রস্বেদনের কারণেই উদ্ভিদ সহজে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে। শোষিত পানি সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ ঘটায়। এর পাশাপাশি প্রস্বেদনের কিছু অপকারী ভূমিকা রয়েছে। যেমন- শোষণের চেয়ে…
ইন্টারফেজ কাকে বলে? ইন্টারফেজ এর গুরুত্ব
ইন্টারফেজ কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই বিভাজনে প্রথম ক্যারিওকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এ পর্যায়ই হলো ইন্টারফেজ। মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার পূর্বে কোষিটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে। ইন্টারফেজ এর গুরুত্ব…
শ্বসনের প্রভাবক সমূহ (একনজরে)
শ্বসনের প্রভাবক সমূহ (একনজরে) বাহ্যিক প্রভাবক তাপমাত্রা অক্সিজেন পানি আলো কার্বনডাই-অক্সাইড অভ্যন্তরীণ প্রভাবক খাদ্য দ্রব্যের পরিমাণ উৎসেচক কোষের বয়স অজৈব লবণ কোষমধ্যস্থ পানি শ্বসনের প্রকারভেদ (একনজরে) সাবত শ্বসন গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কো-এ সৃষ্টি ক্রেবস চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র অবাত শ্বসন গ্লাইকোলাইসিস পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ
গ্যাস্ট্রাইটিস কি?
গ্যাস্ট্রাইটিস কি? গ্যাস্ট্রাইটিস পরিপাকতন্ত্রের একটি রোগ। প্রধানত সময়মতো খাদ্য গ্রহণ না করলে এবং দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম হলে পাকস্থলীতে অম্লের আধিক্যের কারণে এ রোগ হয়। এক্ষেত্রে গলা, পেট জ্বালা করে ও পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।