ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কি?
ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কি?
উদ্ভিদের প্রজনন অঙ্গে ফুলের পাঁচটি অংশ থাকতে পারে। যথা- পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। এর মধ্যে পুংস্তবক ও স্ত্রীস্তবক সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। এজন্য এই স্তবকদ্বয়কে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলে।