ব্রোঞ্জ কি? ব্রোঞ্জকে সংকর ধাতু বলা হয় কেন?

ব্রোঞ্জ এক প্রকার সংকর ধাতু। ব্রোঞ্জ বা কাঁসাতে কপার 65% এবং টিন 10% থাকে। ধাতু গলানো যন্ত্রাংশ, থালা, গ্লাস ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।

 

ব্রোঞ্জকে সংকর ধাতু বলা হয় কেন?

আমরা জানি, গলিত অবস্থায় একাধিক ধাতুকে মিশ্রিত করে যে ধাতু মিশ্রণ পাওয়া যায়, তাকে সংকর ধাতু বলে। যেমন- স্টিল, স্টেইনলেস স্টিল, ডুরালুমিন, ব্রোঞ্জ, পিতল ইত্যাদি।

ব্রোঞ্জকে প্রস্তুত করা হয় গলিত কপার 90% এবং টিন 10% একত্রে মিশ্রণের মাধ্যমে। তাই বলা যায় যে ব্রোঞ্জ একটি সংকর ধাতু।