গতিশক্তি ও বিভবশক্তির পার্থক্য
গতিশক্তি ও বিভবশক্তির পার্থক্য
গতিশক্তি ও বিভবশক্তির পার্থক্য নিম্নরূপ –
নং | গতিশক্তি | বিভবশক্তি |
১ | কোন গতিশীল বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। | স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য অবস্থায় বা অবস্থানে আনার জন্য বস্তু যে শক্তি সঞ্চয় করে তাকে বিভবশক্তি বলে। |
২ | বস্তুর গতিশক্তি নির্ণয়ে কোন প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ তলের প্রয়োজন হয় না। | বিভবশক্তি প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ তলের সাপেক্ষে নির্ণয় করা হয়। কোথা থেকে উচ্চতা পরিমাপ করা হচ্ছে অভিকর্ষজ বিভবশক্তি তার ওপর নির্ভরশীল। |
৩ | বস্তুর বেগ না থাকলে তার গতিশক্তি থাকে না। | কোন একটি তলের সাপেক্ষে বিভবশক্তি না থাকলে অন্য তলের সাপেক্ষে তার বিভবশক্তি থাকতে পারে। |
৪ | গতিশক্তি বস্তুর অণু পরমাণুগুলোর আপেক্ষিক অবস্থানের ওপর নির্ভর করে না। | বিভবশক্তি বস্তুর অণু পরমাণুগুলোর আপেক্ষিক অবস্থানের ওপর নির্ভর করে। |