ডুয়োলিঙ্গো কি | ডুয়োলিঙ্গো পরীক্ষা (Duolingo Test) কেন ও কীভাবে দিবেন
ডুয়োলিঙ্গো কি
ডুয়োলিঙ্গো পরীক্ষাটি (Duolingo Test) আইইএলটিএস (ielts) বা টোফেল (Toefl) এর মতোই ইররেজী ভাষা দক্ষতার পরীক্ষা।
এই পরীক্ষাটি হয় অনলাইনে, যার ফলে এটি (ielts) বা (Toefl) থেকে অনেক সহজে দেয়া যায়।
ঘরে বসেই রেজাল্ট পাওয়ার সুবিধাতো আছেই।
করোনা মহামারীর সময় বিষয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটি মূল্যায়ন করতে শুরু করে।
বর্তমানে বিশ্বের ১২০০+ বিশ্ববিদ্যালয় সহ ১৮০০+ প্রতিষ্ঠান এটি গ্রহণ করে।
সারাবিশ্বের যেকোনো যায়গা থেকে যেকোনো সময় এই পরীক্ষা দেয়া যায়। স্বল্প সময় এবং কম খরচে এই পরীক্ষা দেয়া যায়।
গবেষণায় দেখা যায়, ৯৫% ব্যবহারকারী ডুয়োলিঙ্গোর ইউজার ইন্টারফেসকে ব্যবহারকারী বান্ধব বলেছেন।
৯৩ ব্যবহারকারীরা আবারও এই সফটওয়্যারটি ব্যবহার করবেন বলে আশা করেছেন। এ থেকেই আমরা সফটওয়্যারটির উপযোগিতা সম্পর্কে ধারণা পাওয়া যাজা
ডুয়োলিঙ্গোর সহকারি প্রতিষ্ঠাতা বলেন, “কোনো কলেজের একটি সেমিস্টার এ আপনাকে যতটুকু ভাষা শিক্ষা দেবে, ডুয়োলিঙ্গো তা আপনাকে শেখাবে মাত্র ৩৪ ঘন্টায়।”
তার এই কথা থেকেই আমরা বুঝতে পারি , তাদের ব্যবস্থা কতোটা উন্নত।
এটির জন্য ফ্রি অনলাইন সফটওয়্যার এবং ওয়েবসাইট আছে। উইন্ডোজ, আইওএস এবং অ্যান্ড্রয়েড তিনটি প্লাটফর্মেই ব্যবহার করা যাবে, যা্দের মূল প্রতিপাদ্য “Learn a language for free, Forever“।
তবে আপনি চাইলে ৬.৯৯ ডলারের বিনিময়ে প্রিমিয়াম প্যকেজ ‘ডুয়োলিঙ্গো প্লাস‘ কিনতে পারেন।ইন্টারনেট সংযোগের সমস্যা থাকলে প্রিমিয়াম ভার্সন বেশি কাজে আসবে।
এটির মাধ্যমে ভাষা শিক্ষা খুবই মজার। একজন ব্যবহারকারী তার উন্নতির উপর নির্ভর করে বিভিন্ন ব্যাজ পেয়ে থাকেন।
পয়েন্ট অর্জন করার মাধ্যমে ব্যবহারকারী নিজেকে লিডার বোর্ডের উপরের দিকে নিয়ে যেতে পারেন।
এছাড়াও রয়েছে লিঙ্গটস (ডুয়োলিঙ্গো মুদ্রা)। একটি আগুন চিহ্ন নির্দেশক আইকন আপনাকে জানাবে কতদিন সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে আপনার অধ্যায়গুলো শেষ করেছেন।
আপনাকে সব সময় মেসেজ দিবেযাতে করে আপনার ধারাবাহিকতা নষ্ট না হয়।এই বৈশিষ্ট্যগুলো একজন ব্যবহারকারীকে সব সময় ভাষা শিক্ষার জন্য অনুপ্রাণিত করবে।
পরীক্ষায় যা প্রয়োজন
এই পরীক্ষায় প্রয়োজনীয়তা লিস্ট খুব ছোট।
– পাসপোর্ট/ এনআইডি /ড্রাইভিং লাইসেন্স।
– রেজিস্ট্রেশন এবং ৪৯ ডলার বা ৪৫০০ টাকা প্রায় (যেখানে আইইএলটিএস বা টোফেলের ক্ষেত্রে প্রায় ১৭ হাজার ৫০০ টাকার প্রয়োজন হয় )।
– ইন্টারনেট সেবা যুক্ত পিসি, মাইক্রোফোন, ওয়েব ক্যম ।
অব্যশই প্রস্তুতি নিতে হবে তাদের সিলেবাস অনুযায়ী। এই পরীক্ষার সাথে ielts বা Toefel এর প্রশ্নের কোন মিল নেই। Duolingo test টি নেয়া হয় ৪৫ মিনিটে।
যেভাবে Duolingo test দিবেন
এই পরীক্ষাটি দেয়া খুবই সহজ। যে কেউ পাঁচ মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবে।
ডুয়োলিঙ্গো পরীক্ষাটি একবারে নেয়া হয় যা আইএলটিএস এবং টোফেলের ক্ষেত্রে আলাদা আলাদা করে নেয়া হয়।
এই পরীক্ষার জন্য প্রথমেই রিডিং টেস্ট নেয়া হয় যাতে কিছু শব্দ দেয়া থাকে, সেগুলোর বানান ঠিক অথবা বাক্য গঠন করতে হয়।
রিডিং টেস্টার পরেই লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন দেয়া হয় যেটাতে বেশিরভাগ ক্ষেত্রে ৫০ শব্দের একটি রচনা লেখ দেয়া হয়। অন্য পরীক্ষায় যেটা সাধারণত ৩০০ শব্দের দেয়া হয়ে থাকে।
তারপর একটি অনলাইন ভাইবা হয়। এভাবেই পরীক্ষাটি সম্পন্ন হয়।
বর্তমান করোনা কালীন সময়ে এই পরীক্ষাটির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও এটিতে আগ্রহ দেখাচ্ছে। এই পরীক্ষাটি আইএলটিএস(ielts) এবং টোফেল(Toefl) থেকে সময় এবং খরচ দুটিই বাঁচিয়ে দেয়।
Duolingo Test এর জন্য নিম্নোক্ত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন।
https://englishtest.duolingo.com/