গার্নিয়ার লাইট (Garnier) কমপ্লিট ফেয়ারনেস সেরাম ক্রিম
আজকের লেখার প্রধান আলোচ্য বিষয় হবে গার্নিয়ারের(Garnier) সবচেয়ে চাহিদাপূর্ন একটি প্রোডাক্ট গার্নিয়ার লাইট কমপ্লিট ফেয়ারনেস সেরাম ক্রিম।
আজকের পোষ্টটি তে আমি আমার নিজের অভিজ্ঞতা আলোচনা করবো এবং আমি এই ক্রিম টি ব্যবহার করে কি কি উপকার এবং কি কি সমস্যার সম্মুখীন হয়েছি তাও বিস্তারিত আলোচনা করবো৷
অনেকের কাছেই মনে হতে পারে ফেয়ারনেস ক্রিম মানেই ফর্সা হওয়ার তীব্র ইচ্ছা থাকলে তবেই কেবল মানুষ এই ক্রিম ব্যবহার করবে৷
তবে আমার কাছে মনে হয় ফর্সা হওয়ার উদ্দেশ্য থেকে এই ক্রিম আমি কিনিনি৷ কেননা ত্বক স্বাস্হ্যবান থাকলেই ভিতর থেকে উজ্জ্বলতা আসে।
মূল্যঃ
আমি শুধুমাত্র ট্রায়াল দেওয়ার জন্য ৪৫ গ্রাম গার্নিয়ার(Garnier) লাইট কমপ্লিট ফেয়ারনেস ক্রিম এর ট্রাভেল জার কিনি প্রায় ১৭০ টাকায়। যা ছিলো আমার জন্য অত্যন্ত সাশ্রয়ী।
প্রাপ্তিস্থলঃ
এটি আশেপাশের যেকোনো কসমেটিক্স এর দোকান বা সুপারশপেই পাওয়া যাবে।
তবে যেহেতু আমাদের দেশে সকল প্রোডাক্ট এর নকলের ছড়াছড়ি তাই আমার মতে যেকোনো কসমেটিক্স প্রোডাক্ট সুপারশপ থেকে ক্রয় করাই উত্তম৷
গার্নিয়ার(Garnier) এর দাবিঃ
গার্নিয়ার(Gaenier) দাবি করে যে তারা তাদের প্রোডাক্ট ফরমুলেশনে সবসময় একটিভ ন্যাচারাল উপাদান ব্যবহার করে থাকে।
এই নির্দিষ্ট ক্রিম জাপানি ইউজি লেবুতে সমৃদ্ধ এবং এতে রয়েছে ভিটামিন সি এর উচ্চ ঘনত্ব এবং নিয়াসিনামাইড।
এটি এক্সফোলিয়েটিং এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিস্ট্যের জন্য পরিচিত। তাছাড়া ক্রিমটিতে রয়েছে 3Xএক্স ভিটামিন সি সিরাম এবং ৭ দিনের মধ্যে ব্রাইট স্কিন দিবে এবং এর spf 19.
এটি ৩ ধরনের স্পট রিমুভ করতে সাহায্য করে – ব্রনের দাগ, ডার্ক স্পট, রোদে পোড়া দাগ।
তাছাড়া প্যাকেটের গায়ে ক্রিমের উপাদান,ব্যবহার বিধি এবং উৎপাদনের তারিখ দেওয়া আছে। যেকোনো জিনিস কেনার আগে অবশ্যই মেয়াদ দেখে নেওয়া জরুরি।
এখন আসা যাক আমার অভিজ্ঞতায়ঃ
আমি প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে মুখ ক্লিন করে পি সাইজ পরিমান ক্রিম নিয়ে ব্যবহার করেছি এবং তার ১০ মিনিট পর সানস্ক্রিন ব্যবহার করেছি।
কেননা পি সাইজ পরিমান ক্রিম যা কিনা spf 19 তা কখনোই আমাকে পুরোপুরি সান প্রোটেকশন দিবে না। যদি কেও এটি আশা করে থাকেন তবে আপনার ধারনা সম্পূর্ণ ভুল।
তাই যদি সুস্থ উজ্জ্বল ত্বক পেতে চান তবে অবশ্যই ক্রিম ইউস এর পর সানস্ক্রিন এপ্লাই করবেন পরিমানমতো এবং নির্দিষ্ট সময় পর রিএপ্লাই করবেন।
গার্নিয়ারের(Garnier) প্যাকেজিং
কম বেশি সবাই চেনে। এই জারটি বেশ শক্ত প্ল্যাস্টিক দিয়ে তৈরি। যা এর একটি পজিটিভ দিক।
ক্রিমটি বেশ ঘন এবং সম্পূর্ণ অস্বচ্ছ সাদা রঙের। হালকা প্যাট করলে খুব সহজেই অল্প পরিমান ক্রিম পরিষ্কার স্কিনে মিশে যায় স্কিনকে একটা ম্যাট লুক দেয়।
সানস্ক্রিন ইউজ করার পরেও স্কিন আগের থেকে একটু বেশি ম্যাট লাগে।
মুখ ধোয়ার পরের টান টান ভাবটা থাকে না কিন্তু যদি পরিমান একটু গরমিল হয়ে যায়, তখন গরম আর রোদের এই সময়ে মুখে খুব ভারি লাগে।
আমার স্কিন সাধারণত কম্বিনেশন টাইপ।৪৫ গ্রামের জার আমি প্রায় ২ মাস ব্যবহার করতে পারি।
আমার মনে হয় নরমাল, কম্বিনেশন স্কিনের জন্য এই গ্রীষ্মে পরিমাণ নিয়ে এত সচেতন হওয়ার দরকার নেই এবং গার্নিয়ার ক্রিম তাদের প্রত্যেকের বেশ ভালো স্যুট করবে।
কিন্তু যেহেতু এটা অয়েল কন্ট্রোল করে না, অয়েলি স্কিনে ২-৩ ঘণ্টা পর তেলতেলে ভাব দেখতে পাওয়া স্বাভাবিক।
তাই অয়েলি স্কিন এর জন্য ক্রিম ব্যবহারের পরিমান ঠিক রাখা টা জরুরি। এবং এক্সট্রিম ড্রাই স্কিন এর জন্যেও এটি ভালো হবে না।
আমার ত্বকে একমাস ব্যবহারের পর ভিসিবল রেজাল্টঃ
প্রথমত আমি প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করায় প্রাধান্য দেয় এবং করি।
আমি চাই না কড়া রোদে আমার ত্বক ট্যান এবং স্কিন ড্যামেজ হয়ে যাক। আমি সবসময়ই সানস্ক্রিন আর ছাতা ব্যবহার করি।
আমি মূলত চাই এই প্রোডাক্টগুলো আমার ত্বকের আদ্রতা ধরে রাখুক।কিন্তু ত্বক কে তেলতেলে না করে প্রোপারলি ময়েশ্চারাইজড করুক।
এখন আসা যাক,আমি যা চাই তা গার্নিয়ার লাইট কমপ্লিট ফেয়ারনেস সেরাম ক্রিম ব্যবহার করে পেয়েছি কী না?
আমি বলব- হ্যা, মাত্র ১৭০ টাকায় এটা খুবই ভালো একটি ডেইলি ময়েশ্চারাইজার।
এত কম বাজেটে একটি ক্রিমের যা যা করনীয় তার সবই সে করেছে।
এই ক্রিম কি কোনো ম্যাজিক দেখিয়েছে? যেমন আমাকে ধবধবে সাদা করে দিয়েছে?
এটাকে ম্যাজিক বলা যায় কিনা জানিনা তবে হ্যা এটি ব্যবহারের পর স্কিন কিছুটা ব্রাইট হয়েছে বলে আমার মনে হয়।
তবে তারা ক্লেইম করে এটি ৭ দিনে ফেয়ারনেস দেই। আমি তা লক্ষ্য করিনি। তবে বেশ সময় নিয়ে ব্যবহার করলে তা আপনার স্কিন কে কিছুটা উজ্জ্বল করবে।
আমার কাছে যে কারনে ক্রিম টি ভালো লেগেছেঃ
১. খুবই সাশ্রয়ী দাম।
২. জারের কোয়ালিটি এবং মান বেশ ভালো এবং ট্রাভেল ফ্রেন্ডলি।
৩. খুব অল্পতেই ত্বক ময়েশ্চারাইজড থাকে।
৪. প্রোডাক্টে spf 19 উল্লেখ করে দেয়া হয়েছে। যদিও এটা সানস্ক্রিন হিসেবে একেবারেই যথেষ্ট নয়।
কিন্তু সানস্ক্রিন ব্যবহারে এই ধরণের প্রোডাক্ট ক্রেতাদের উৎসাহী করে।
৬. আমার মতে কলেজ-ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা খুব কমের ভেতর একটা ভালো প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য ময়েশ্চারাইজার হিসেবে এটা পারফেক্ট।
যে দিকগুলো ভালো লাগেনি-
১. এটি প্যারাবেন ফ্রি নয়।
২.ফেয়ারনেস স্কেল উল্লেখ্য করার ব্যপারটা ভালো লাগেনি ।
কেননা ত্বক শুধু সাদা হলেই সুন্দরের তালিকায় পড়ে না৷ সুস্হ্য ত্বক মানেই সুন্দর ত্বক। আমার তাই মনে হয়।
কেউ যদি খুব কমদামে একটা ডেইলি ক্রিম কিনতে চান যেটা সানস্ক্রিন আর মেকাপের নিচে কাজ করবে তবে আমি বলব “গার্নিয়ার(Garnier) লাইট কমপ্লিট ফেয়ারনেস সেরাম ক্রিম” একবার ট্রাই করতে পারেন।
কেননা এটি সকলের সাধ্যের মধ্যে অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট যা আপনার প্রয়োজন মিটাবে৷