General Knowledge

কে কোনটির জনক

1 min read

কে কোনটির জনক

প্রশ্নঃ জীববিজ্ঞান এর জনক কে?

উওরঃ এরিস্টটল

প্রশ্নঃ আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ নিকোলার ম্যাকিয়াভেলী।

প্রশ্নঃ অর্থনীতির জনক কে?

উত্তরঃ এডাম স্মিথ।

প্রশ্নঃ আধুনিক অর্থনীতির জনক কে?

উত্তরঃ পল স্যামুয়েলসন।

প্রশ্নঃ সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ অগাস্ট কোঁৎ।

প্রশ্নঃগণতন্ত্রের জনক কে?

উত্তরঃ জন লক।

প্রশ্নঃ অপরাধ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ ল্যামব্রাসো।

প্রশ্নঃ জীববিজ্ঞানের জনক কে?

উত্তরঃ এরিস্টটল

প্রশ্নঃ প্রাণী বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ এরিস্টটল

প্রশ্নঃ রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ জাবির ইবনে হাইয়ান

প্রশ্নঃ পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ আইজ্যাক নিউটন

প্রশ্নঃ হিসাব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ লুকাপ্যাসিওলি

প্রশ্নঃ চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ ইবনে সিনা

প্রশ্নঃ দর্শন শাস্ত্রের জনক কে?

উত্তরঃ সক্রেটিস

প্রশ্নঃ ইতিহাসের জনক?

উত্তরঃ হেরোডোটাস

প্রশ্নঃ ভূগোলের জনক কে?

উত্তরঃ ইরাটস থেনিস

প্রশ্নঃ গণিতের জনক কে?

উত্তরঃ আর্কিমিডিস

প্রশ্নঃ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ থ্যালিস

প্রশ্নঃ মেডিসিনের জনক কে?

উত্তরঃ হিপোক্রেটিস

প্রশ্নঃ জ্যামিতির জনক কে?

উত্তরঃ ইউক্লিড

প্রশ্নঃ বীজ গণিতের জনক কে?

উত্তরঃ আল -খাওয়ারেজমী

প্রশ্নঃ জীবাণু বিদ্যার জনক কে?

উত্তরঃ লুই পাস্তুর

প্রশ্নঃ বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?

উত্তরঃ চার্লস ডারউইন

প্রশ্নঃ সনেটের জনক কে?

উত্তরঃ পের্ত্রাক

প্রশ্নঃ বাংলা সনেটের জনক কে?

উত্তরঃ মাইকেল মধুসুদন দত্ত।

প্রশ্নঃ সামাজিক বিবর্তনবাদের জনক কে?

উত্তরঃ হার্বাট স্পেন্সর

প্রশ্নঃ বংশগতি বিদ্যার জনক কে?

উত্তরঃ গ্রেডার জোহান মেনডেল

প্রশ্নঃ শ্রেণীকরণ বিদ্যার জনক কে?

উত্তরঃ কারোলাস লিনিয়াস

প্রশ্নঃ শরীর বিদ্যার জনক কে?

উত্তরঃ উইলিয়াম হার্ভে

প্রশ্নঃ ক্যালকুলাসের জনক কে?

উত্তরঃ আইজ্যাক নিউটন

সাহিত্য

প্রশ্নঃ বাংলা গদ্যের জনক কে?

উত্তরঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

প্রশ্নঃ বাংলা উপন্যাসের জনক কে?

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্নঃ বাংলা নাটকের জনক কে?

উত্তরঃ দীন বন্ধু মিত্র

প্রশ্নঃ ইংরেজী কবিতার জনক কে?

উত্তরঃ জিওফ্রে চসার

প্রশ্নঃ মনোবিজ্ঞানের জনক কে?

উত্তরঃ উইলহেম উন্ড

প্রশ্নঃ বাংলা মুক্তক ছন্দের জনক কে?

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

প্রশ্নঃ বাংলা চলচিত্রের জনক কে?

উত্তরঃ হীরালাল সেন

প্রশ্নঃ বাংলা গদ্য ছন্দের জনক কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ আধুনিক রসায়নের জনক কে?

উত্তরঃ জন ডাল্টন

প্রশ্নঃ আধুনিক বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ রজার বেকন

প্রশ্নঃ মুসলিম জাতির জনক কে?

উত্তরঃ হযরত ইব্রাহীম (আ:)

প্রশ্নঃ বাংলা গজলের জনক কে?

উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্নঃ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে?

উত্তরঃ ফ্রেডরিক উইনসল টেইলর।

প্রশ্নঃ ব্যবস্থাপনার জনক কে?

উত্তরঃ হেনরী ফেওল।

প্রশ্নঃ মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?

উত্তরঃ জর্জ এলটন ম্যায়ো।

প্রশ্নঃ আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে?

উত্তরঃ ম্যাক্স ওয়েবার।

প্রশ্নঃ প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?

উত্তরঃ হেনরী ফেওল।

প্রশ্নঃ আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?

উত্তরঃ জর্জ বার্নার্ড’ শ

প্রশ্নঃ রুশসাহিত্যের জনক কে?

উত্তরঃ ম্যাক্সিম গোর্কি

প্রশ্নঃ আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ ল্যাভয়সিয়ে

প্রশ্নঃ পারমানবিক বোমার জনক কে?

উত্তরঃ ওপেন হাইমার

আরো কিছু জনকের নাম-

প্রশ্নঃ তেজস্ক্রিয়তার জনক কে?
উত্তরঃ হেনরি বেকরেল
প্রশ্নঃ আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ আলবার্ট আইনস্টাইন
প্রশ্নঃ গতি বিদ্যার জনক কে?
উত্তরঃ গ্যালিলিও
প্রশ্নঃ হাইড্রোজেন বোমার জনক কে?
উত্তরঃ অ্যাডওয়ার্ড টেলর
প্রশ্নঃ কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ
প্রশ্নঃ ই-মেইল এর জনক কে?
উত্তরঃ রে টমলিনসন
প্রশ্নঃ লেজার এর জনক কে?
উত্তরঃ মেইম্যান
প্রশ্নঃ www বা world wide web এর জনক কে?
উত্তরঃ টিম বার্ণাস লি
প্রশ্নঃ হোমিও শাস্ত্রের জনক কে?
উত্তরঃ ড.স্যামুয়েল হ্যানিম্যান
প্রশ্নঃ টেস্ট টিউব বেবির জনক কে?
উত্তরঃ আর জে এডওয়ার্ড
প্রশ্নঃ অলিম্পিকের জনক কে?
উত্তরঃ ব্যারন পিয়েরে দ্য কুবার্তে
প্রশ্নঃ কমিউনিজমের জনক কে?
উত্তরঃকার্ল মার্কস

প্রশ্নঃ ফ্যাসিজমের জনক কে?
উত্তরঃ মুসোলীনি
প্রশ্নঃ পরিসংখ্যানের জনক কে?
উত্তরঃ রোনাল্ড আলমার ফিশার।

প্রশ্নঃ বাংলাদেশের জনক কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ ভিন্টন গ্রে কার্ফ।

প্রশ্নঃ মাইক্রোসফটের জনক কে?
উত্তরঃ বিল গেটস।

প্রশ্নঃ মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ মার্টিন কুপার।
প্রশ্নঃ গুগলের জনক কে?
উত্তরঃ সার্জেই বিন।
প্রশ্নঃ ফেসবুকের জনক কে?

উত্তরঃ মার্ক জুকারবার্গ
প্রশ্নঃ টুইটারের জনক কে?
উত্তরঃ জ্যাক ডোরসেই।

প্রশ্নঃ আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তরঃ বাল মেগারিজ।
প্রশ্নঃ ATM-এর জনক কে?
উত্তরঃ জন শেফার্ড ব্যারন।
প্রশ্নঃ আধুনিক শিক্ষার জনক কে?
উত্তরঃ সক্রেটিস
প্রশ্নঃ এনাটমির জনক কে ?
উত্তরঃ আঁদ্রে ভেসালিয়াস
প্রশ্নঃ ফিনান্সের জনক কে?
উত্তরঃ- এ্যারোরা।

5/5 - (34 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x