পদ কাকে বলে? পদ কত প্রকার ও কি কি?

পদ বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ। আজকে আপনাদেরকে পদ কাকে বলে ও এর প্রকারভেদ সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে চেষ্টা করবো।

পদ কাকে বলে

বাক্যে ব্যবহৃত অর্থবোধক ও বিভক্ত যুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে।

সহজভাবে বলা যায় বাক্যের অর্ন্তগত প্রতিটা শব্দই এক একটি পদ।

পদের প্রকারভেদ

পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।যথাঃ

১। সব্যয়

২। অব্যয়

সব্যয় পদকে ৪ ভাগে ভাগ করা যায় । যথাঃ

  • বিশেষ্য পদ
  • বিশেষণ পদ
  • সর্বনাম পদ
  • ক্রিয়া পদ

বিশেষ্য পদ কাকে বলে

বাক্যে ব্যাক্তি, বস্তু, দোষ, গুণ, জাতি বা সমষ্টির নাম নির্দেশকারী পদকে বিশেষ্য বলে।

যেমনঃ আকবর, পাহাড়,  গরু, যমুনা ইত্যাদি।

বিশেষ্য পদ ৬ প্রকার

  • ব্যক্তিবাচক
  • বস্তুবাচক
  • জাতিবাচক
  • গুণবাচক
  • সমষ্টিবাচক
  • ক্রিয়াবাচক

বিশেষণ পদ কাকে বলে

যেই পদের দ্বারা অন্য পদের দোষ, গুণ, পরিমাণ ও অবস্হা নির্দেশ করে তাকে বিশেষণ বলে।

যেমনঃ আকবর মহান ব্যক্তি

কালো চোখ,  অস্তগামী সূর্য্য।

বিশেষণ পদ ৪ প্রকার

  • বিশেষ্যের বিশেষণ
  • বিশেষণের বিশেষণ
  • ক্রিয়া বিশেষণ
  • সর্বনামের বিশেষণ

সর্বনাম পদ কাকে বলে

বাক্যে একটি বিশেষ্য পদের বার বার ব্যবহারকে বাধা দিয়ে, বাক্যকে শ্রুতিমধুর করতে যে পদের ব্যবহার হয় তাকে সর্বনাম বলে।

যেমনঃ শাহজাহান ভাল শাসক ছিলেন। তিনি তাজমহল নির্মাণ করেন।  এখানে তিনি সর্বনাম । এটি বাক্যের মাধুর্য বৃদ্ধি করে।

সর্বনাম পদ ৮ প্রকার

  • ব্যক্তিবাচক
  • নির্দেশক
  • অনির্দেশক
  • প্রশ্নবাচক
  • আত্মবাচক
  • সমষ্টিবাচক
  • সাপেক্ষ
  • পারস্পরিক

অব্যয় পদ কাকে বলে

অব্যয় শব্দটির গঠন না-বোধক অর্থাৎ যার পরিবর্তন সাধন হয় না।

বাক্যে ব্যবহৃত যে পদটি নিজে অপরিবর্তিত থেকে অন্য দুই বা ততোধিক পদের বা বাক্যাংশের সংযোজন,  বিয়োজন ঘটায় তাকে অব্যয় বলে।

যেমনঃ এবং, ও, আর, কিন্তু,  নতুবা, অর্থাৎ  ইত্যাদি।

অব্যয় পদ ৩ প্রকার

  • পদাম্বয়ী
  • বাক্যাম্বয়ী
  • অনম্বয়ী

ক্রিয়া পদ কাকে বলেঃ

যে পদের দ্বারা কোন কাজ বা কাজের অবস্থা নির্দেশ করে তাকে ক্রিয়াপদ বলে।

যেমনঃ যাইতেছি,  খাইতেছি, করে  ইত্যাদি।

ক্রিয়া পদ দুই প্রকার

  • সমাপিকা ক্রিয়া পদ
  • অসমাপিকা ক্রিয়া পদ

সমাপিকা ক্রিয়া

যে ক্রিয়া পদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরুপে প্রকাশ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে।

অসমাপিকা ক্রয়া

যে ক্রিয়া পদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ রুপে প্রকাশ করে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে।

 

আশা করি পদ ও এর প্রকারভেদ নিয়ে আপনাদের একটি পরিস্কার ধারণা দিতে পেরেছি। আর কিছু জানার থাকলে কমেন্টে যোগাযোগ করুন। ধন্যবাদ।