Modal Ad Example
হিসাববিজ্ঞান

অব্যক্তিক খতিয়ান বা সাধারণ খতিয়ান কাকে বলে?

1 min read

অব্যক্তিক খতিয়ান বা সাধারণ খতিয়ান কাকে বলে?

ব্যক্তি সংক্রান্ত হিসাব ছাড়া ব্যবসায়ের সকল প্রকার সম্পত্তি ও নামিক হিসাবসমূহ যে খতিয়ানে সংরক্ষণ করা হয় তাকে অব্যক্তিক বা সাধারণ খতিয়ান বলে।

অব্যক্তিক খতিয়ানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা –

ক) প্র্রাইভেট খতিয়ান এবং

খ) নামিক খতিয়ান।

ক) প্রাইভেট খতিয়ানঃ যে খতিয়ানে ব্যবসায়ের সম্পত্তি, দায় ও মূলধন সংক্রান্ত হিসাবসমূহ লিপিবদ্ধ করা হয় তাকে প্রাইভেট খতিয়ান বলে। যেমন : মেশিন হিসাব।

খ) নামিক খতিয়ানঃ যে খতিয়ানে ব্যবসায়ের সকর প্রকার আয়-ব্যয় ও লাভ-ক্ষতি সংক্রান্ত হিসাবসমূহ লিখা হয় তাকে নামিক খতিয়ান বলে। যেমন : বেতন হিসাব, ভাড়া হিসাব ইত্যাদি।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x