বাংলা ব্যাকরণ

উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কি কি?

1 min read

আজকে আমরা আলোচনা করবো উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কি কি? নিয়ে।

উপসর্গ কাকে বলে

উপসর্গ কথাটির মূল অর্থ হলো উপসৃষ্ট অর্থ্যাৎ এটি হলো বাংলা ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক একটি শব্দাংশ যা প্রয়োগের মাধ্যমে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়।

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, “সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে।”

উপসর্গ কাকে বলে কথাটি আরোও সহজভাবে বলতে গেলে,

উপসর্গ হলো মূলত বাংলা ভাষায় ব্যবহৃত একধরনের অব্যয় সূচক শব্দাংশ, যা স্বাধীনভাবে বাক্যে কোনো পদ আকারে ব্যবহূত না হয়ে অন্য কোনো পদের পূর্বে বসে এবং ঔ শব্দের অর্থের পরিবর্তন, সংকোচন, সম্প্রসারণ বা অন্য কোনো ধরনের পরিবর্তন সাধন করে থাকে। যেমন- সু, হা, স, আ, নি, বি ইত্যাদি।

উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। এটি একক ভাবে কোনোরুপ কোনো অর্থ প্রকাশ করে না। তবে কোনো শব্দের পূর্বে বসে এর কিছু পরিবর্তন সাধন করে। যেমন-

১. অর্থের পরিবর্তন  করতে পারে।

২. অর্থের সংকোচন বা সম্প্রসারন করে থাকে ইত্যাদি।

উপসর্গের শ্রেনীবিভাগ-

উপসর্গকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-

(১) বাংলা উপসর্গ

(২) সংস্কৃতি উপসর্গ

(৩) বিদেশী উপসর্গ

১. বাংলা উপসর্গ কাকে বলে-

বাংলা উপসর্গ ২১টি। যেমন- সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম

মনে রাখার কৌশল-

সুহাস (সু, হা,স),

আদর[আ) নিবি(নি,বি)। তুই অজপাড়ার(অজ) ভরসা (ভর,সা) বলে অনেকে(অ) অনাচার(অনা),কুকথা(কু) ও আড়চোখে(আড়) দেখে।

আবডালের(আব) ঊনত্রিশটি(ঊন) পাতিলেবু(পাতি) ও কদবেল(কদ) আনবি(আ)।

ইতি(ইতি)

– অঘারাম(অঘা,রাম)

২. সংস্কৃত উপসর্গ কাকে বলে-

সংস্কৃত উপসর্গ মূলত (২০টি)। যেমন- অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্রতি, অতি, উৎ, পরা, নির, বি, পরি, দূর, উপ, অব, অভি, আ, নি

মনে রাখার কৌশল- অপি(অপি) ও অনু(অনু) অপরের(অপ) প্রতি(প্রতি)  সম(সম)  অধিকার(অধি)  সু–প্রতিষ্ঠায়(সু, প্রতি) অতি(অতি)  উৎসাহে(উৎ) পরায়নির(পরা,নির) বিপরিতে(বি,পরি) দূর(দূর) উপনিবেশে(উপ)  অবরোধ(অব) ,অভিযান(অভি) আনিয়েছে(আ,নি)।

সংস্কৃত ও বাংলা উপসর্গের ৪ টি মিল লক্ষ্য করা যায়।তা হলো- আ, সু, বি, নি।

৩. বিদেশি উপসর্গ কাকে বলে-

এই বিদেশী উপসর্গের মধ্যে রয়েছে-

– ইংরেজি উপসর্গ

-আরবি উপসর্গ

-ফারসি উপসর্গ

-হিন্দি উপসর্গ ইত্যাদি

ইংরেজি উপসর্গ :

হেড, হাফ,সাব, ফুল( মনে রাখার কৌশল- হেড সাব হাফ হাতা ফুল শার্ট পড়েন)

আরবি উপসর্গ :

আম, খাস, লা, গর।

ফারসি উপসর্গ :

বে,ব, নিম, ফি, দর, কার, বদ, না, কম, বর।

হিন্দি উপসর্গ

: হর

উপসর্গ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

১. নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ?
ক। ভিখারি
খ। প্রবীন
গ। সেলাই
ঘ। বাবুয়ানা

উত্তরঃ (খ)

২. নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে ‘না’ উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক। নাহক
খ। উপকূল
গ। নালায়েক
ঘ। নিম্ন

উত্তরঃ (গ)

৩. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?
ক। আখাম্বা
খ। অনভিজ্ঞ

গ। আরক্ত
ঘ। অনভিজ্ঞ

উত্তরঃ (গ)

৪. বাংলা ভাষায় কতগুলো উসপর্শ রয়েছে?
ক। কয়েকটি
খ। অর্ধশত
গ। অর্ধশতাধিক
ঘ। শতাধিক

উত্তরঃ (গ)

৫. একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি?
ক। সম্প্রদান
খ। অভিযোগ
গ। সম্পত্তি
ঘ। অত্যাচার

উত্তরঃ (ক)

৬. উপসর্গের কী নেই?
ক। অস্তিত্ব
খ। বাস্তবতা
গ। অর্থ
ঘ। অর্থ-দ্যোতনা

উত্তরঃ (গ)

৭। ‘অনুগমন’ শব্দে কী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক। বিকৃত
খ। অর্ধেক
গ। চমৎকার
ঘ। পিছনে

উত্তরঃ (ঘ)

৮. অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে?
ক। অধিকার
খ। অত্যাচার
গ। সুকৌশল
ঘ। গরহাজির

উত্তরঃ (খ)

৯. ‘আজকাল ভদ্দরলোকদেরই হয়েছে হাভাত-জোভাত।’- বাক্যে কোন পদে উপসর্গ আছে?
ক। আজকাল
খ। হাভাত
গ। জোভাত
ঘ। ভদ্দরলোকদের

উত্তরঃ (খ)

 

আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি আজকে উপসর্গ কাকে বলে ? উপসর্গ কত প্রকার ও কি কি? সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারনা দিতে পেরেছি। ধন্যবাদ।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x