লিফটে ওজন কম বা বেশি হয় কেন? ওজনহীনতার কারণ

লিফটে ওজন কম বা বেশি হবার কারণ

যেহেতু কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলই হচ্ছে বস্তুর ওজন। তাই বস্তুর ওজন নির্ভর করে g এর মানের উপর। g এর মানের তারতম্যের জন্য ওজনের তারতম্য ঘটে। লিফটে চড়ে উঠানামা করলে বা মহাশূন্যে অবস্থান করলেও g এর মানের সাথেই ওজনের সম্পর্ক নির্ভরশীল। যেমন-
লিফট যখন স্থির থাকে
আমরা যখন লিফটে চড়ে উঠানামা করি তখন ওজনের তারতম্য অনুভব করি। স্থির লিফটে দাঁড়ালে ওজনের অস্তিত্ব টের পাই। আমাদের নিজেদের ওজন (mg)  ও লিফটের বিপরীতমুখী প্রতিক্রিয়া বল (mg) সমান থাকে বলেই এরূপ ওজনের অস্তিত্ব টের পাওয়া যায়।
লিফট যখন উপরের দিকে যাত্রা শুরু করে
আবার যখন লিফটের সাহায্যে উপরে উঠতে থাকি তখন একটি ত্বরণ (a) সৃষ্টি হয়। লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ (g+a)। এ অবস্থায় আমরা লিফটের উপর বেশি বল m(g+a) প্রয়োগ করি। লিফটের বিপরীতমুখী প্রতিক্রিয়া বলও mg এর চেয়ে বেশি। তাই আমরা বেশি ভারী অনুভব করি।
লিফট যখন নিচের দিকে যাত্রা শুরু করে
আবার যখন নিচে নামতে থাকি তখন লিফটের ত্বরণ (a) সৃষ্টি হয়। লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হয় (g-a)। ফলে লিফটের উপর আমাদের mg ওজনের চেয়ে কম বল m(g-a) প্রয়োগ করি। লিফটও একই বল প্রয়োগ করে।
লিফট যখন সমবেগে চলতে থাকে
আর যদি লিফট g ত্বরণে নিচে নামতে থাকে তখন লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ (g-g)=0 হয়। এমনতাবস্থায় আমরা ওজনহীনতা অনুভব করি।

Similar Posts