সার্বজনীন গ্যাস ধ্রুবক কি?
সার্বজনীন গ্যাস ধ্রুবক কি?
আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণে উপস্থিত ধ্রুবক রাশিকে সার্বজনীন গ্যাস ধ্রুবক (R) বলে। একে মোলার গ্যাস ধ্রুবকও বলে।
আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণে উপস্থিত ধ্রুবক রাশিকে সার্বজনীন গ্যাস ধ্রুবক (R) বলে। একে মোলার গ্যাস ধ্রুবকও বলে।
লিবিগ শীতক কি? লিবিগ শীতক এক ধরনের কাচযন্ত্র যার মধ্যে প্রবেশকৃত নলের উপর ঠান্ডা পানি চালনা করে নলটির মধ্য দিয়ে গমনকারী বাষ্পকে ঘনীভূত করে তারলে পরিণত করা হয়।
বর্ণালী কী? ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একাধিক বর্ণের আলোক রশ্মির সমাহারকে বর্ণালী বলে। অথবা, ইলেকট্রন এক শক্তিস্তর হতে অন্য শক্তিস্তরে স্থানান্তরের ফলে আলোক রশ্মি হিসেবে শক্তি শোষিত বা বিকিরিত হয়। ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একাধিক আলোক রশ্মির এ সমাহারকেই বর্ণালী বলে।
প্রধানত ক্রোমাটোগ্রাফিকে কত ভাগে ভাগ করা হয়? পৃথকীকরণের কৌশলের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়।
অধঃক্ষেপণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় উৎপন্ন যৌগ অধঃক্ষেপ হিসেবে তলদেশে জমা হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।
সমআয়ন প্রভাব কাকে বলে? দ্রবণে সমআয়ন উপস্থিত থাকলে কোনো লবণের দ্রাব্যতার যে পরিবর্তন ঘটে তাকে সমআয়ন প্রভাব বলে। যেমনঃ NaCl এর জলীয় দ্রবণে যদি AgCl দ্রবীভূত করা তাহলে উভয় যৌগের সাধারণ আয়ন Cl– এর পরিমাণ বেড়ে যাবে ও NaCl এর দ্রাব্যতার হ্রাস পাবে। এটিই সমআয়ন প্রভাব।
অবস্থান্তর ধাতু কী? যেসব মৌলের সর্ববহিঃস্থ শক্তিস্তরের d অরবিটাল আংশিক পূর্ণ থাকে অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে nd1 – nd9 থাকে তাদের অবস্থান্তর ধাতু বলে। যেমনঃ আয়রন Gr-8 এর আয়রন (Fe)। এখানে, 3d64s2 বিদ্যামান।