প্রধানত ক্রোমাটোগ্রাফিকে কত ভাগে ভাগ করা হয়?
প্রধানত ক্রোমাটোগ্রাফিকে কত ভাগে ভাগ করা হয়?
পৃথকীকরণের কৌশলের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়।
পৃথকীকরণের কৌশলের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়।
ব্যাণ্ড বর্ণালি কাকে বলে? ব্যাণ্ড বর্ণালি বস্তুতে অনেকগুলো নিবিড় সম্পৃক্ত বর্ণালি রেখার সমন্বয়ে গঠিত হয। ব্যাণ্ড বর্ণালি উদ্ভবে ইলেকট্রনের ধাপান্তরের পাশাপাশি অণুর আবর্তন কম্পনের প্রভাব রয়েছে। ব্যাণ্ড বর্ণালি একটি অণুর বৈশিষ্ট্য মূলক বর্ণালি। এটি আণবিক বর্ণালি হিসেবেও পরিচিত।
সমাণুকরণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় কোনো যৌগের অণুতে পরমাণু পুর্নবিন্যস্ত হয়ে অন্য সমাণু উৎপন্ন করে তাকে সমানুকরণ বিক্রিয়া বলা হয়।
পোলারিটি কাকে বলে? যে সকল সমযোজী যৌগের অণুতে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রান্তের সৃষ্টি হয়, তাদেরকে পোলার যৌগ বলে। পোলার যৌগের এই বৈশিষ্ট্যকে পোলারিটি বলে। যেমন – পানি, অ্যালকোহল, হাইড্রোজেন ক্লোরাইড, এসিড ইত্যাদি পোলার যৌগ।
তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক কী? তরঙ্গদৈর্ঘ্যঃ তড়িৎ চুম্বকীয় রশ্মির তরঙ্গের দুটো চূড়া বা দুটো খাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গদৈর্ঘ্য (λ) বলে। কম্পাঙ্কঃ তরঙ্গ গঠনকারী কণা প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক (υ) বলে।
রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা কর। ১) ল্যাবে প্রস্তুতকৃত H2S গ্যাসে পঁচা ডিমের ন্যায় গন্ধ থাকে, যা অনেক শিক্ষার্থী সহ্য করতে পারে না। তাই এর পরিমিত ব্যবহার করতে হবে। ২) গবেষণাগারে আয়োডিন যৌগ সতর্কতার সঙ্গে ব্যবহার কারণ এর বাষ্প বিষাক্ত। ৩) লেড, আর্সেনিকের মতো ক্ষতিকর ধাতুর ব্যবহার করতে হবে পরিমিত হওয়া উচিত কারণ এগুলো মাটি…
কেলাসন কী? একটি নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত কোন তাপহারী কঠিন বস্তুর উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে দ্রবীভূত পদার্থকে দ্রবণ হতে পৃথক করার পদ্ধতিকে কেলাসন বলে।