ডাল্টনের আংশিক চাপ সূত্রটি কি?

ডাল্টনের আংশিক চাপ সূত্র

আংশিক চাপ সম্পর্কে বিজ্ঞানী ডাল্টন একটি সূত্র প্রদান করেন যা ডাল্টনের আংশিক চাপ সূত্র নামে পরিচিত।

সূত্রটি হলো: “স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে রাখা পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের একটি মিশ্রণের মোট চাপ মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান।”

অর্থাৎ একাধিক গ্যাসের একটি মিশ্রণের বিভিন্ন উপাদান গ্যাসের আংশিক চাপ PA, PB, PC ইত্যাদি হলে এবং মিশ্রণের মোট চাপ P হলে,

P = PA + PB + PC + . . . . . . . . .

ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ

 

  • মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয়।
  • আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়।

Similar Posts