এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব

এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব

 এসিড বৃষ্টি ব্যাপক ক্ষতি সাধন করে।

  • পুকুর, হ্রদ ও বিলের পানির pH কমে (7 থেকে 3) গিয়ে মাছ ও জলজ উদ্ভিদ মারা যায়।
  • মাটির অদ্রবণীয় অ্যালুমিনিয়াম যৌগ দ্রবণীয় Al3+ রূপে জলাশয়ে মিশে। ফলে মাছের শ্বাসযন্ত্রে অক্সিজেন গ্রহণে বাধা সৃষ্টি হয়ে মাছ মরে যায়।
  • সবুজ বনভূমি ধ্বংস হয়ে যায়।
  • ধাতু দ্বারা নির্মিত সেতু, জাহাজ ও যানবাহনের ক্ষয় ঘটে।
I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.
Back To Top