General Knowledge

ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি?

1 min read

ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি?

ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী – CFC।

কার্বন ও হ্যালোজেন উদ্ভূত ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী। CFC যখন ওজন স্তরে পৌঁছায় তখন আলট্রাভায়োলেট (UV) রশ্মির প্রভাবে তা বিয়োজিত হয়ে হ্যালোজেন পরমাণু ও হ্যালোজেন অক্সাইড মুক্তমূলক উৎপন্ন করে। উৎপন্ন মুক্তমূলকগুলো চেইন বিক্রিয়ার সাহায্যে ওজোন (O3) অণুকে ধ্বংস করে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x