জীববিজ্ঞান

ভ্রূণের সংখ্যার ভিত্তিতে প্রাণিজগতকে কত ভাগে ভাগ করা যায়?

1 min read
ভ্রূণের সংখ্যার ভিত্তিতে প্রাণিজগতকে চার ভাগে ভাগ করা যায়। যথা-

স্তরবিহীন প্রাণীঃ
যে সকল প্রাণীর দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত তাদের স্তরবিহীন হিসেবেও পরিচিত। যেমন – Amoeba proteus (অ্যামিবা)।

একস্তরী প্রাণীঃ
এরা সরল ধরনের প্রাণী। এদের দেহে কোষসমূহ একটি মাত্র স্তরে সজ্জিত থাকে। যেমন – Porifera পর্বের Scypha gelatinosum (স্কাইফা)।
দ্বিস্তরী প্রাণীঃ
যে সমস্ত প্রাণীর ভ্রূণের কোষগুলো Ectoderm (বহিঃস্তর) ও Endoderm (অন্তঃস্তর) নামক দুটি স্তরে সাজানো থাকে তাদের দ্বিস্তরী প্রাণী বলে। যেমন – Cnidaria পর্বের Hydra vulgaris (হাইড্রা)।
ত্রিস্তরী প্রাণীঃ
যে সমস্ত প্রাণীর কোষগুলো Ectoderm (বহিঃস্তর), Mesoderm (মধ্যস্তর) এবং Endoderm (অন্তঃস্তর) নামক তিনটি ভ্রূণীয় স্তর নিয়ে গঠিত তাদের ত্রিস্তরী প্রাণী বলে।

যেমন – Fasciola hepatica (যকৃত কৃমি), Tenualosa ilisha (ইলিশ), Cavia porcellus (গিনিপিগ) ইত্যাদি।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x