Similar Posts
সবাত শ্বসন কাকে বলে?
সবাত শ্বসন কাকে বলে? যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু (শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব এসিড) সম্পূর্ণভাবে জারিত হয়ে CO2, H2O ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে। সবাত শ্বসনই হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া।
জিন ও অ্যালিল (Gene & Allele)
জিনঃ বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেলের মতে বৈশিষ্ট্য নিয়ন্ত্রক ফ্যাক্টরকেই জিন বলে। যেহেতু “জিন সকল প্রকার জৈব প্রক্রিয়ার মুলে অবস্থিত” বলে এখন স্বীকৃত এবং প্রকরণ ও বংশগতি প্রধানত এর উপর নির্ভরশীল। আধুনিক জীববিজ্ঞানীদের মতে, জিন হচ্ছে DNA অনুর অংশবিশেষ। অ্যালিল: অ্যালিল হচ্ছে একটি জিনের দুটি অলটারনেটিভ ভারশন (alternative version)। দুটি অলটারনেটিভ ভার্শন মানে পৃথক বৈশিষ্ট্যের দুটি…
স্তর বিহীন প্রাণী কি?
স্তর বিহীন প্রাণী কি? যে সকল প্রাণীর দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে স্তরবিহীন প্রাণী বলে। যেমন- অ্যামিবা (Amoeba proteus)।
কৈশিক জালিকা কাকে বলে?
কৈশিক জালিকা কাকে বলে? পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম যে রক্ত নালিকা দেখা যায় তাকে কৈশিক জালিকা বলে। এগুলো একস্তরী এবং একদিকে ক্ষুদ্রতম ধমনি ও অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে। এদের প্রাচীর অত্যন্ত পাতলা।
অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য
অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য অস্থিঃ অস্থি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা। অস্থির কোষকে স্টিওব্লাস্ট বলে। তরুণাস্থিঃ তরুণাস্থি অস্থির চেয়ে নরম ও স্থিতিস্থাপক। তরুণাস্থির কোষকে কন্ড্রিওব্লাস্ট বলে।
সার্বিক বা গোলীয় প্রতিসম প্রাণী কাকে বলে?
সার্বিক বা গোলীয় প্রতিসম প্রাণী কাকে বলে? যখন কোনো প্রাণীর দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর বিন্যাস এমন হয় যে, প্রাণীটিকে এর কেন্দ্রবিন্দু দিয়ে অতিক্রান্ত যেকোনো তলেই সমদ্বিখণ্ডিত করা যায় তখন তাকে সার্বিক বা গোলীয় প্রতিসম প্রাণী বলে। যেমন – Volvox aureus (ভলভক্স)।