স্তর বিহীন প্রাণী কি?
স্তর বিহীন প্রাণী কি?
যে সকল প্রাণীর দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে স্তরবিহীন প্রাণী বলে। যেমন- অ্যামিবা (Amoeba proteus)।
যে সকল প্রাণীর দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে স্তরবিহীন প্রাণী বলে। যেমন- অ্যামিবা (Amoeba proteus)।
কোষ প্রাচীর কাকে বলে? উদ্ভিদের জননকোষ ছাড়া অন্যান্য সমস্ত কোষের প্রোটোপ্লাজম চারদিক ঘিরে যে সছিদ্র, পুরু ও শক্ত জড় আবরণ থাকে সেটিই কোষ প্রাচীর। রবার্ট হুক ১৬৬৫ সালে অণুবীক্ষণযন্ত্রে বোতলের কর্ক পরীক্ষাকালে যে প্রোকোষ্ঠ দেখেছিলেন তা ছিল মূলত কোষপ্রাচীর। পাঁচজগত শ্রেণিবিন্যাস ধারণায় শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলে গণ্য করা হয় না কিন্তু এসব…
পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় কেন? পাউরুটি তৈরিতে ঈষ্ট ব্যবহার করা হয়। ময়দার সাথে ঈস্ট পাউডার মিশ্রণের ফলে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কার্বনডাই-অক্সাইড গ্যাস ও অ্যালকোহল তৈরি হয়। কার্বনডাই-অক্সাইড গ্যাসের চাপে রুটি ছিদ্রযুক্ত ও ফাঁক ফাঁক হয়। অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে যায়। তাই পাউরুটিকে ফোলানোর জন্য ঈস্ট ব্যবহার করা হয়।
কিডনি কিভাবে পানির সমতা বজায় রাখে? দেহের পানি সমতা নিয়ন্ত্রণে কিডনি বা বৃক্ক প্রধান ভূমিকা পালন করে। বৃক্ক নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়ায় দেহে পানির সমতা বজায় রাখে। গ্লোমেরুলাসে তরল পদার্থ পরিস্রুত হয়। দেহের পানির সমতা বজায় রাখাকে অসমোরেগুলেশন বলে।
সিস্টোলিথ কি? সিস্টোলিথ হলো একটি স্পিন্ডল আকৃতির দেহ যা অনুভূত স্তরযুক্ত প্যাকেটিন এবং অন্যান্য কোষের প্রাচীরের পলিস্যাকারাইডগুলির সাথে যুক্ত সেলুলোজ মাইক্রোফাইব্রিলগুলির ঘন স্তরগুলির সমন্বয়ে গঠিত। যখন পরিপক্ক এর সময় হয় তখন এটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ভারীভাবে জন্মানো হয়।
ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়? ফ্লোরিজেন উৎপন্ন হয় উদ্ভিদের পাতায়।
একই উদ্ভিদের পাতা সবুজ হলেও ফুল রঙিন হয় কেন? উদ্ভিদের পাতায় সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকার কারণে এর রং সবুজ হয়। কিন্তু উদ্ভিদের ফুলের পাপড়িতে ক্রোমোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকে যা বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। ফলে উদ্ভিদের ফুল রঙিন হয়।