পরিপূরক জিন কাকে বলে?
পরিপূরক জিন কাকে বলে?
ক্রোমোসোমের ভিন্ন লোকাসের দুটি প্রকট জিন একত্রে উপস্থিত থেকে যখন পরস্পরের পরিপূরক হিসেবে একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তখন জিন দুটিকে পরিপূরক জিন এবং তাদের পারস্পরিক ক্রিয়াকে জিনের পরিপূরক ক্রিয়া বলে।
ক্রোমোসোমের ভিন্ন লোকাসের দুটি প্রকট জিন একত্রে উপস্থিত থেকে যখন পরস্পরের পরিপূরক হিসেবে একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তখন জিন দুটিকে পরিপূরক জিন এবং তাদের পারস্পরিক ক্রিয়াকে জিনের পরিপূরক ক্রিয়া বলে।
প্রকরণ চলন কাকে বলে? রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গে যে স্বতঃস্ফূর্ত বক্র চলন দেখা যায় তাকে প্রকরণ চলন বলে। বনচাঁড়াল এর পাতার পার্শ্বীয় পত্রক দুটি স্বতঃস্ফূর্তভাবে পর্যায়ক্রমে উপর নিচে ওঠা-নামা করে। এটি এক প্রকারের রসস্ফীতি জনিত চলন যা কেবলমাত্র দিনের বেলাতেই ঘটে।
রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাস কষ্ট দেখা দেয় কেন? রাতের বেলা উদ্ভিদে সালোকসংশ্লেষণ বন্ধ থাকে। ফলে উদ্ভি দেহ থেকে অক্সিজেন নির্গত হয় না। এর ফলে রাতে শুধুমাত্র শ্বসন ক্রিয়া চলার ফলে উদ্ভিদ তার চারিদিক থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বনডাই-অক্সাইড নির্গত করে। এতে বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট দেখা দেয়।
উদ্ভিদের সামগ্রিক চলন কি? উদ্ভিদ দেহের কোনো অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে একস্থান থেকে অন্যস্থানে গমন করে তাকে সামগ্রিক চলন বলে। যেমন- ছত্রাক ও উন্নত শ্রেণির উদ্ভিদের যৌন জনন কোষে এবং জুস্পোরে এ ধরনের চলন দেখা যায়।
স্ট্রোমা কি? ঝিল্লিবেষ্টিত ক্লোরোপ্লাস্টের ভেতরে অবস্থিত স্বচ্ছ, দানাদার, অসবুজ, তরল জলীয় পদার্থটির নাম স্ট্রোমা। লিপোপ্রোটিন ও কিছু এনজাইম নিয়ে স্ট্রোমা গঠিত। স্টোমা গ্রানার ধাত্র বা ম্যাট্রিক্স হিসেবে কাজ।
শর্করাকে তিন ভাগে ভাগ করা হয়। যথা- এক শর্করা, উদাহরণ-গ্লুকোজ। দ্বি-শর্করা, উদাহরণ – সুক্রোজ এবং বহু শর্করা, উদাহরণ – শ্বেতসার, গ্লাইকোজেন ইত্যাদি।
গ্রন্থি কাকে বলে? এনজাইম বা জারক রস নিঃসরণকারী কোনো কোষ বা কোষগুচ্ছকে গ্রন্থি বলে।