প্রত্যয় কাকে বলে? তদ্ধিত প্রত্যয় ও কৃৎপ্রত্যয়

প্রত্যয় কাকে বলে? তদ্ধিত প্রত্যয় ও কৃৎপ্রত্যয়

প্রত্যয়

শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।
বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায়
যথা –
১. তদ্ধিত প্রত্যয়
২. কৃৎ প্রত্যয়
১. তদ্ধিত প্রত্যয়ঃ শব্দমূল বা নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলে তদ্ধিত প্রত্যয়। যেমন – হাতল, ফুলেল ও মুখর শব্দের যথাক্রমে ল, এল এবং র তদ্ধিত প্রত্যয়।
২. কৃৎ প্রত্যয়ঃ ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলে কৃৎ প্রত্যয়। উদাহরণে চলন্ত, জামা ও লিখিত শব্দের যথাক্রমে অন্ত, আ এবং ইত কৃৎ প্রত্যয়।
তদ্ধিতান্ত শব্দ
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ।
যেমন – হাতল, ফুলেল ও মুখর তদ্ধিতান্ত শব্দ।
কৃদন্ত শব্দ
কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ।
যেমন – চলন্ত, জমা ও লিখিত কৃদন্ত শব্দ।

Similar Posts