সংস্কৃত উপসর্গ কাকে বলে?
সংস্কৃত উপসর্গ কাকে বলে?
লক্ষ কর: আ+হার = আহার (খাওয়া), বি + হার = বিহার (ভ্রমণ), উপ + হার = উপহার (পারিতোষিক), পরি + হার = পরিহার (বর্জন) ইত্যাদি।
উচ্চারণনীতি : শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণরীতি বলে। বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন : উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। ভাষার অর্থবহতা বা বোধগম্যতার ক্ষেত্রে উচ্চারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শুদ্ধ উচ্চারণ একদিকে যেমন ঠিকভাবে মনোভাব প্রকাশে সহায়ক, তেমনি শব্দের অর্থবিভ্রান্তি ও বিকৃতি ঘটার সম্ভাবনা থেকেও মুক্ত রাখে। তাই…
মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রচনা আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজ আমরা আপনাদের সাথে মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রচনা সম্পর্কে আলোচনা করব। কেন না এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রচনা খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা মূলক একটি রচনা আসে আর সেটা যদি হয় মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রচনা…
সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়, তাই সমষ্টিবাচক বিশেষ্য। যথা – সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল।
বাংলা ভাষা রীতির রূপ কয়টি? বাংলা ভাষা রীতির রূপ – দুইটি। বাংলা ভাষারীতির রূপ দুটি। যেমন- সাধু ভাষা রীতি ও চলিত ভাষা রীতি। যে ভাষা সুনির্ধারিত ব্যাকরণ অনুসরণ করে চলে সেটি – সাধু ভাষা রীতি। আর চলিত ভাষা রীতি অপরিবর্তনশীল।
মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস অনুচ্ছেদ ”মে দিবসে আমরা মিলিত কন্ঠে গাইবো” ”আসুক অরাজকতার মহান দিন আসবো আমরা এক হয়ে, করব স্লোগান মিলেমিশে অন্ধকারের গত দুনিয়াকে ফিরে আসতে দেব না বারে বারে ।” শ্রমিকদের আন্দোলনে ইতিহাসে মে দিবসের স্মরণীয় অধ্যায় । মেহনতী শ্রমিকের আত্মদানে প্রতিষ্ঠিত মে দিবস পরিণত হয়েছে। বিশ্বের সকল দেশেই মর্যাদা সঙ্গে…
তদ্ভব শব্দ কাকে বলে? যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, ‘তৎ’ (তার) থেকে ‘ভব’ (উৎপন্ন)। যেমন – সংস্কৃত -হস্ত, প্রাকৃত – হত্থ, তদ্ভব – হাত। সংস্কৃত – চর্মকার,…