সংস্কৃত উপসর্গ কাকে বলে?

সংস্কৃত উপসর্গ কাকে বলে?

প্র, পরা, অপ – এরূপ বিশটি সংস্কৃত বা তৎসম রয়েছে। তৎসম উপসর্গ তৎসম শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হয়। যেমন, ‘পূর্ণ’ একটি তৎসম শব্দ। ‘পরি’ উপসর্গযোগে হয় ‘পরিপূর্ণ’। √হৃ (হর) + ঘঞ = ‘হার’ – এ কৃদন্ত শব্দের আগে উপসর্গ যোগ করলে কীরূপ অর্থের পরিবর্তন হলো।
লক্ষ কর: আ+হার = আহার (খাওয়া), বি + হার = বিহার (ভ্রমণ), উপ + হার = উপহার (পারিতোষিক), পরি + হার = পরিহার (বর্জন) ইত্যাদি।

Similar Posts