প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ ও কি কি?
প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ ও কি কি?
- ধ্বনি (Sound)
- শব্দ (Word)
- বাক্য (Sentence)
- অর্থ (Meaning)
সংখ্যাবাচক বহুব্রীহি কাকে বলে? পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়। এ সমাসে সমস্তপদে ‘আ’, ‘ই’ বা ‘ঈ’ যুক্ত হয়। যথা – দশ গজ পরিমাণ যার = দশগজি, চৌ (চার) চাল যে ঘরের = চৌচালা। এরূপ – চারহাতি, তেপায়া ইত্যাদি।
বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ধর্মসংক্রান্ত শব্দ খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। বিবিধ শব্দ আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুন, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
অঘোষ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি। যেমন – ক, খ, চ, ছ ইত্যাদি।
আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট সবচেয়ে বিস্ময়কর মাধ্যম ।বর্তমান বিশ্বায়নের যুগে এটি একটি প্রযুক্তি নির্ভর তথ্যবহুল মাধ্যম । টেলি যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট । এটি জনসাধারণের জন্য উন্মুক্ত । ইন্টারনেট পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কে সমষ্টি, যা জনসাধারণের জন্য উন্মুক্ত । ইন্টারনেট হার্ডওয়ার এবং সফটওয়্যার কম্পিউটার…
যৌগিক ক্রিয়া কাকে বলে? একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন- ঘটনাটা শুনে রাখ, তিন বলতে লাগলেন, ছেলেমেয়েরা শুয়ে পড়ল ইত্যাদি।
দ্বিরুক্ত শব্দগুলো বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। একই শব্দ পর পর দু’বার ব্যবহারের মাধ্যমে, সেই শব্দটির নতুন অর্থ ও ভাব তৈরি হয়। সেইসাথে শব্দের নতুন অর্থের ব্যাপকতা এবং প্রসারতাও বৃদ্ধি পায়। দ্বিরুক্ত শব্দ কি? দ্বিরুক্ত = ‘দ্বি + উক্ত’ অর্থাৎ যা দু’বার বলা হয়েছে বা উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোন কোন শব্দ, পদ বা…