Similar Posts
মধ্যচ্ছদা কি?
মধ্যচ্ছদা কি? মধ্যচ্ছদা হলো বক্ষগহ্বর ও উদরগহ্বর পৃথককারী পেশিবহুল পর্দা। যা ফুসফুস ও হৃদপিণ্ডকে উদরীয় অঙ্গ ও গ্রন্থি থেকে পৃথক করে রাখে। এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো, যা প্রশ্বাসের সময় সংকুচিত হয়ে নিচের দিকে নামে এবং বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়। নিঃশ্বাসের সময় এটি প্রসারিত হলে উপরের দিকে উঠে ও বক্ষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
শ্বাসমূল কি?
শ্বাসমূল কি? লবণাক্ত ও কর্দমাক্ত মাটির পরিবেশে সুন্দরী, গরান প্রভৃতি উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে, যা শ্বাসকার্যে উদ্ভিদকে সহযোগিতা করে। এ ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে।
অভিস্রবণিক চাপ কাকে বলে?
অভিস্রবণিক চাপ (Osmotic pressure) অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক অণুর অধিকতর ঘন দ্রবণে প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে হলে ঘন দ্রবণের দিক থেকে যে চাপ প্রয়োগ করতে হয় তাকে ঐ দ্রবণের অভিস্রবণিক চাপ বলে। দ্রবণ যত ঘন হবে অভিস্রবণিক চাপ ততো বেশি হবে।
ক্ষণপদ কি?
ক্ষণপদ কি? ক্ষণপদ হলো অ্যামিবার দেহ থেকে আঙ্গুলের ন্যায় তৈরি অভিক্ষেপ।
হৃদপেশিকে কেন অনৈচ্ছিক পেশি বলে?
হৃদপেশিকে কেন অনৈচ্ছিক পেশি বলে? যে পেশি আমাদের ইচ্ছেমতো সংকুচিত হয় না তাদের অনৈচ্ছিক পেশি বলে। হৃদপেশি নামে বিশেষ এক ধরনের অনৈচ্ছিক পেশি আছে। এ পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে দেহের রক্ত সঞ্চালন করছে।
অঙ্গ কি?
অঙ্গ কী? এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্যাবলি সম্পাদনে সক্ষম প্রাণিদেহের অংশে বিশেষই হলো অঙ্গ।