মধ্যচ্ছদা কি?
মধ্যচ্ছদা হলো বক্ষগহ্বর ও উদরগহ্বর পৃথককারী পেশিবহুল পর্দা। যা ফুসফুস ও হৃদপিণ্ডকে উদরীয় অঙ্গ ও গ্রন্থি থেকে পৃথক করে রাখে। এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো, যা প্রশ্বাসের সময় সংকুচিত হয়ে নিচের দিকে নামে এবং বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়। নিঃশ্বাসের সময় এটি প্রসারিত হলে উপরের দিকে উঠে ও বক্ষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।