তড়িৎ প্রবাহ কাকে বলে?
তড়িৎ প্রবাহ কাকে বলে?
কোনো পরিবাহকের যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে।
কোনো পরিবাহকের যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে।
ভরের আপেক্ষিকতা কী? আমরা জানি, নিউটনীয় বলবিদ্যায় ভর একটি ধ্রুব রাশি। কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতে দৈর্ঘ্য ও সময়ের মতো বস্তুর ভরও গতিশীলতার ওপর নির্ভরশীল। আপেক্ষিক তত্ত্বানুসারে বস্তুর ভর বেগের সাথে বৃদ্ধি পায়। এ ঘটনাকে ভরের আপেক্ষিকতা বলে।
সমবর্তন কি? কোনো তরঙ্গের কম্পনের উপর যদি এমন শর্ত আরোপ করা হয় যে কম্পন কেবল একটি নির্দিষ্ট দিকে বা তলেই সীমাবদ্ধ থাকে তবে তাকে সমবর্তন বলে।
পদার্থ কাকে বলে? যার ভর আছে, যা কোনো স্থান দখল করে থাকে এবং যা তার স্থিতিশীল বা গতিশীল পরিবর্তনে বাধা প্রদান করে, তাকে পদার্থ বলে। যেমন- পানি, বাতাস ইত্যাদি।
ঘনত্ব কাকে বলে? কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে। সমান আয়তনের এক টুকরা কর্ক আর এক টুকরা লোহা কি সমান ভারী? আসলে আয়তন সমান হলেও যার ঘনত্ব বেশি সেটি ভারী আর যার ঘনত্ব কম সেটি হালকা। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব পদার্থের একটি সাধারণ ধর্ম। ঘনত্ব…
সমান আয়তনের একখণ্ড কাঠ ও একখণ্ড লোহার মধ্যে কার জড়তা কম? সমান আয়তনের একখন্ড কাঠ ও একখণ্ড লোহার মধ্যে কাঠের জড়তা কম। কারণ কাঠের ঘনত্ব লোহার ঘনত্বের তুলনায় কম হওয়ায় সমআয়তন কাঠের ভর কম। আর যে বস্তুর ভর কম তার জড়তাও কম হয়। এজন্য লোহার তুলনায় কাঠের জড়তা কম।
সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধা না অসুবিধা সাইকেলের টায়ারের তলা মসৃণ হলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে। কারণ টায়ারের তলা মসৃণ হলে ঘর্ষণ বল অনেক কমে যাবে ফলে একই বল প্রয়োগে বেশি ত্বরণ হলেও সাইকেলের চাকা স্লিপ করতে পারে। ফলে সাইকেল আরোহীর দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।