মূল কাকে বলে?

মূল কাকে বলে?

উদ্ভিদের পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই মূল। সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল। অধিকাংশ ক্ষেত্রেই এ বক্তব্যটি সত্য তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড বা পত্র, ফুল, ফল মাটির নিচের জন্মে, যেমন – আদা, হলুদ, পিয়াজ ইত্যাদি।

Similar Posts