কম্পিউটার কাকে বলে? কম্পিউটার কত প্রকার ও কি কি
কম্পিউটার কাকে বলে?
গণকযন্ত্র বা কম্পিউটার (ইংরেজি: Computer কম্পিঊটার্) হল এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে।
কম্পিউটার কত প্রকার ও কি কি
বর্তমান বিশ্বে ব্যবহৃত কম্পিউটারগুলিকে বিভিন্নভাবে শ্রেণিবিভাগ করা যায়। যথা-
১) কাজের ধরন ও ব্যবহারের প্রয়োগক্ষেত্র অনুসারে কম্পিউটারের শ্রেণিবিভাগ।
২) গঠন ও কাজের প্রকৃতির অনুসারে কম্পিউটারের শ্রেণিবিভাগ এবং
৩) আকার, আকৃতি, আয়তন ও কার্যকারিতা অনুসারে কম্পিউটারের শ্রেণিবিভাগ।
১) কাজের ধরন ও ব্যবহারের প্রয়োগক্ষেত্র অনুসারে কম্পিউটারের শ্রেণিবিভাগঃ
কাজের ধরন ও ব্যবহারের প্রয়োগক্ষেত্র অনুসারে কম্পিউটারকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা-
ক) সাধারণ ব্যবহারের কম্পিউটার (General Purpose Computer) ও
খ) বিশেষ ব্যবহারের কম্পিউটার (Special Purpose Computer)
২) গঠন ও কাজের প্রকৃতির অনুসারে কম্পিউটারের শ্রেণিবিভাগঃ
গঠন ও কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
ক) অ্যানালগ কম্পিউটার (Analog Computer)
খ) ডিজিটাল কম্পিউটার (Digital Computer) ও
গ) হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)
৩) আকার, আকৃতি, আয়তন ও কার্যকারিতা অনুসারে কম্পিউটারের শ্রেণিবিভাগঃ
আকার, আয়তন, কাজ করার ক্ষমতা, স্মৃতি ও কার্যকারিতার ওপর ভিত্তি করে কম্পিউটারকে বা ডিজিটাল কম্পিউটারকে চার ভাগ ভাগ করা যায়। যথা-
ক) সুপার কম্পিউটার (Super Computer)
খ) মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)
গ) মিনি কম্পিউটার (Mini Computer)
ঘ) মাইক্রোকম্পিউটর (Micro Computer)