কুফর মানব সমাজে অনৈতিক প্রসার ঘটায়

কুফর মানব সমাজে অনৈতিক প্রসার ঘটায়

কুফরের নানাবিধ কুফল রয়েছে। তন্মধ্যে একটি কুফল হলো – কুফর মানবসমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস না থাকায় কাফির ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না এবং দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার, দুর্নীতি ইত্যাদি যেকোনো পাপ ও অনৈতিক কাজই বিনা দ্বিধায় করতে পারে। নবি-রাসুলগণকে বিশ্বস না করায় তাদের নৈতিক চারিত্র এবং শিক্ষাও সে অনুসরণ করে না। এভাবে কুফরের মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে।

Similar Posts