কারো ধন-দৌলত, সম্মান, ভালো ফল বা উচ্চ মর্যাদা দেখে ঈর্ষান্বিত হওয়া এবং তার ধ্বংস কামনা করাকে পরশ্রীকাতরতা বলে। পরশ্রীকাতরতা হলো মানব চরিত্রের একটি নিন্দনীয় স্বভাব। এর অর্থ হলো অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করা। এটি এমন একটি মানসিক ব্যাধি যা মানুষের শান্তি বিনষ্ট করে।
‘মুনাফিকরা কাফির’– বুঝিয়ে লেখো।
যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলে। আর যে ব্যক্তি মুখে ইমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করে সে হলো মুনাফিক। এখানে দেখা যায়, মুনাফিকের মধ্যে কুফরি বিদ্যমান। কারণ সে সম্পূর্ণ ইসলামকেই অস্বীকার করে। এ কারণে মুনাফিকরা নিঃসন্দেহে কাফির।