ইয়াওমুল বা আছ কি?
ইয়াওমুল বা আছ কি?
যেদিন মানুষ হিসাব-নিকাশের জন্য পুনর্জীবিত হয়ে হাশরের ময়দানে সমবেত হবে। সেই দিনকে ইয়াওমুল বা আছ বলা হয়।
যেদিন মানুষ হিসাব-নিকাশের জন্য পুনর্জীবিত হয়ে হাশরের ময়দানে সমবেত হবে। সেই দিনকে ইয়াওমুল বা আছ বলা হয়।
সুরা নং – ৮২ : আল ইনফিতার (বিদীর্ণ করা), মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা – ১৯, অবতীর্ণের অনুক্রম – ০৮২ بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু [1] إِذَا السَّماءُ انفَطَرَت [1] ইযাস্ সামা-য়ুন্ ফাত্বোয়ারত্ । [1] যখন আকাশ বিদীর্ণ হবে, [2] وَإِذَا الكَواكِبُ انتَثَرَت [2] অইযাল্…
ফরজ নামাজের পর আমল প্রথম পর্ব আলহামদুলিল্লাহ, ওয়াস সলাতু ওয়াস সালামু আলা রসূলিল্লা । সম্মানিত পাঠক মুসলিম হিসেবে আমরা প্রত্যেকেই কমবেশি নামাজ আদায় করে থাকি কারো পাঁচ ওয়াক্ত নিয়মিত আদায় করা হয় কারো বা সাপ্তাহিক শুধু জুমার নামাজ টাই পড়া হয় । তবে প্রত্যেক নামাজের পর নির্ধারিত অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা সম্পর্কে আমরা অনেকেই…
আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার অনুপম নিদর্শন হচ্ছে কোরবানি যা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর প্রতি ভালোবাসা তার কতটা বেশি ছিল যে তিনি আল্লাহ তায়ালাকে সন্তুষ্টি করার জন্য তার প্রিয় একমাত্র সন্তানকে তিনি কোরবানি করতে মনস্থ করে ছিলেন। আল্লাহ তায়ালা তাকে পরবর্তীতে সে কুরবানী থেকে বিরত রেখেছেন একটি জান্নাতি দুম্বা দিয়ে । সেই…
আসসালামু আলাইকুম আজকে আমরা কোরবানির যাবতীয় মাসআলা নিয়ে আলোচনা করব এতে করে কোরবানি সংক্রান্ত যত ধরনের প্রশ্ন রয়েছে তার সবগুলোরই উত্তর পাওয়া যাবে আশা করা যায়।তাই যারা কোরবানি সংক্রান্ত যেকোনো মাসালা জানতে চাচ্ছেন তারা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন তাহলে সব ধরনের প্রশ্নেরই উত্তর খুঁজে পাবেন ইনশাআল্লাহ। যেসব বিষয় নিয়ে আলোচনা করব। কত টাকা থাকলে কোরবানি…
জিলহজ্ব মাসের 10 দিনের ফজিলত ও আমল ও রোজা আজকে আলোচনা করব জিলহজ্ব মাসের 10 দিনের ফজিলত ও আমল এবং রোজা সম্পর্কে। বাংলাদেশ জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে বাংলাদেশ জিলহজ মাসে শুরু হয়ে গিয়েছে তাই আজকে আলোচনা করব জিলহজ্ব মাসের রোজার ফজিলত ও আমল সম্পর্কে বিস্তারিত। আমরা সকল মুসলিমরা একথা জানিয়ে জিলহজ মাসে অনেক ফজিলত…
সুরা নং – ০৯৩ : আদ-দোহা (পূর্বাহ্নের সূর্যকিরণ), মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা – ১১, অবতীর্ণের অনুক্রম – ০১১ Alafasy · 93-Ad-Dhuha – الضحى بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু [1] وَالضُّحىٰ [1] অদ্ব্দ্বুহা [1] শপথ পূর্বাহ্নের, [2] وَالَّيلِ إِذا سَجىٰ [2] অল্লাইলি ইযা- সাজ্বা [2] শপথ রাত্রির…